ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাশিমপুর কারাগারে রাইফেল খোয়া, প্রধান কারারক্ষী সাসপেন্ড

প্রকাশিত: ০৭:০৭, ৯ ডিসেম্বর ২০১৪

কাশিমপুর কারাগারে রাইফেল খোয়া, প্রধান কারারক্ষী সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৮ ডিসেম্বর ॥ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের রক্ষীদের একটি চাইনিজ রাইফেল খোয়া গেছে। রবিবার বিকেল থেকে অস্ত্রের সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি জিডি করে। এ ঘটনা তদন্তে দু’টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য কর্তৃপক্ষ প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মোঃ মিজানুর রহমান জানান, অস্ত্রাগারের অস্ত্র গণনার সময় রবিবার বিকেলে একটি চাইনিজ রাইফেল পাওয়া যায়নি। বিষয়টি বিকেল পাঁচটার দিকে প্রধান কারারক্ষী মোঃ সিরাজ হাওলাদার জেল সুপারকে জানান। পরে কারা অভ্যন্তরে বিভিন্ন স্থানে খোঁজ করেও অস্ত্রের হদিস না পেয়ে রবিবার সন্ধ্যায় আইজিকে (প্রিজন) ঘটনা জানানো হয়। অস্ত্র খোয়া যাওয়ার ব্যাপারে সোমবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় জিডি করে। ঘটনা তদন্তে রাতেই আইজি (প্রিজন) মোঃ ইফতেখার উদ্দিন রাজশাহী বিভাগের ডিআইজি মোঃ বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসকও সোমবার সন্ধ্যায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সোমবার রাতেই কমিটি কারাগারে গিয়ে তদন্ত শুরু করে।
×