ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলায় লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

প্রকাশিত: ০৬:৩১, ৯ ডিসেম্বর ২০১৪

শিল্পকলায় লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদলের সাড়া জাগানো প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘সোনাই মাধব’। নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। সঙ্গীত পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন। সোনাই মাধব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, জাহিদ চৌধুরী, ইউজিন গোমেজ, আবদুল্লাহ আল হারুন, সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম খান রতন, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, বাসুদেব হালদার, মনিলাল হালদার, সেলিম চৌধুরী লাবু, জসিম খান, তানভীর রাজীব, সুধাংশু নাথ, আবদুল আউয়াল, মোজাম্মেল হক পাপন, শামীমুজ্জামান, মিনহাজুল হুদা দীপ প্রমুখ। পোশাক পরিকল্পনায় কামরুন নূর চৌধুরী, আলো জি এম সিরাজুল হোসেন, মঞ্চ পরিকল্পনা জাহিদুর রহমান পিপলু। প্রসঙ্গত, ‘সোনাই মাধব’ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ চিরায়ত লোক সংস্কৃতি ‘ময়মনসিংহ গীতিকা’র গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে সোনাই ও মাধবের প্রেম ও বিয়োগান্তক পরিণতির কাহিনী বর্ণনা করা হয়েছে। পদাবলী কীর্তন আমাদের দেশের একটি প্রাচীন নাট্যকর্ম। সঙ্গীতের মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীগণ পালার কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ পালাটি পদাবলী কীর্তন ও যাত্রার আঙ্গিকের সংমিশ্রণ। পদাবলী কীর্তনের মতো সঙ্গীতের মাধ্যমে কাহিনী যাত্রার ঢংয়ে উপস্থাপন করা হয়।
×