ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জুলাই মাস থেকে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: ০৫:২১, ৯ ডিসেম্বর ২০১৪

জুলাই মাস থেকে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৮ ডিসেম্বর ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা করে ভাতা দেয়া হবে। প্রতি ইউনিয়নে সরকারীভাবে ভবন নির্মাণ করে মুক্তিযোদ্ধাদের বসবাসের ব্যবস্থা করা হবে। তিনি সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত ভালুকা মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সবাইকে লালন ও ধারণ করতে হবে। উপজেলা কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত উল আলম। এতে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, জেলা কমান্ডার আলহাজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, নুরুল ইসলাম মোমেন ও একেএম আবুল হোসেন খান মিলন প্রমুখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালি, মেজর আফসার উদ্দিন ও মোস্তফা এম এ মতিনের কবর জিয়ারত এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল।
×