ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেরকেল, যথেষ্ট ফ্যাশন সচেতন না হয়েও যিনি ‘ইউরোপের রানী’

প্রকাশিত: ০৪:২১, ৯ ডিসেম্বর ২০১৪

মেরকেল, যথেষ্ট ফ্যাশন সচেতন না হয়েও যিনি ‘ইউরোপের রানী’

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল প্রায় এক দশক ধরে ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির নেতৃত্ব দিচ্ছেন। ২৫ বছর আগে বার্লিন প্রাচীর পতনের সময় তিনি রাজনীতির অঙ্গনে পা রেখেছিলেন। মেরকেলের জনপ্রিয়তা এখনও উর্ধমুখী। খবর ডন অনলাইনের। তাকে প্রায়ই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়। মেরকেলের পিতা ছিলেন একটি চার্চের প্রধান। বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন মেরকেল। একজন কুশলী রাজনীতিক হিসেবে তিনি ইতোমধ্যেই পরিচিতি অর্জন করেছেন। তার আপাতত কোন উত্তরসূরি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (সিডিইউ) মঙ্গলবার তাকে দলের প্রধান হিসেবে পুনর্নির্বাচিত করেছে। এক বছর আগে তিনি নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি অবশ্য একটি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ইতোপূর্বেও তিনি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিয়েছেন তবে এবার তার অবস্থা অনেকটাই সুরক্ষিত হয়েছে যার ফলে আগেকার সরকারের বাধাবিঘœগুলো তিনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্লেষক মহল মনে করছে। ৬০ বছর বযসী মেরকেল দুইবার বিয়ে করলেও তার কোন সন্তান হয়নি। তাকে এখন ‘ইউরোপের রানী’ হিসেবে অনেকে উল্লেখ করেন। একজন সফল রাজনীতিক হলেও সুবক্তা বলতে যা বোঝায় সেটা সম্ভবত মেরকেলকে বলা যাবে না। এ ছাড়া ক্যামেরার সামনেও তার পারফর্মেন্স যথেষ্ট সাবলীল নয়। ক্যামেরার সামনে তিনি যেভাবে হাতের অঙ্গভঙ্গি হীরক আকারের মতো করে থাকেন সেটা এখন তার ট্রেডমার্কে পরিচিত হয়েছে। ফুটবল খেলার একনিষ্ঠ ভক্ত মেরকেল খুব বেশি ফ্যাশন সচেতনও নন। বলা চলে মেরকেলের সামগ্রিক ভাবমূর্তিটি একজন সাধারণ জার্মান নারীর মতোই খুব বেশি ভাব ভঙ্গিমাকে যিনি প্রশ্রয় দেন না। বলা হয়ে থাকে প্রথাগত নিয়মের বাইরে পদ্ধতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এর ফলে অনেক বেশি সময় নিয়ে থাকেন। কিন্তু তার সিদ্ধান্তগুলো জনগণের আশা-আকাক্সক্ষাকে প্রতিনিধিত্ব করে যে কারণে মেরকেলের জনপ্রিয়তায় ভাটা পড়ার কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
×