ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সংসদ-মুক্তিযোদ্ধাদের পৃথক কর্মসূচী

প্রকাশিত: ০৪:৫৪, ৮ ডিসেম্বর ২০১৪

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা  সংসদ-মুক্তিযোদ্ধাদের  পৃথক কর্মসূচী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা করেছে। সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্ত দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা মুক্তিযুদ্ধ সংসদের ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, অধ্যক্ষ আবু আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের ব্যানারে ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার পাদদেশে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
×