ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে স্বর্ণমতি বেইলি ব্রিজে চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৫১, ৮ ডিসেম্বর ২০১৪

লালমনিরহাটে স্বর্ণমতি বেইলি ব্রিজে চলাচলে  নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৭ ডিসেম্বর ॥ লালমনিরহাট বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়কের জরাজীর্ণ স্বর্ণমতি নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের লোহার পাটাতন দেবে গেছে। ফলে রবিবার হতে এ সেতুটির ওপর দিয়ে সড়ক ও জনপদ বিভাগ ভারি যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ১০ বছর ধরে সেতুটি নানা জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণভাবেই চলছিল। ভারি যানবাহন চলাচল বন্ধের ঘোষণায় ব্যবসায়িরা ক্ষতির সম্মুখীন হবে। জেলার পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ট্রাকযোগে পণ্য ব্যবস্থাপনায় ধস নেমে আসবে। এ ব্রিজটির ওপর দিয়ে পণ্য বোঝাই ট্রাকের বুড়িমারী যাওয়ার একমাত্র উপায়। লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে স্বর্ণমতি লোহার তৈরি বেইলি ব্রিজটি। হঠাৎ শনিবার রাতে ব্রিজটির স্টিলের পাটাতন দেবে যায়। সেতুটির পাটাতন মেরামত করা হয়েছে। তবে ভারি যানবাহন চলাচল এ মুহূর্তে সেতুটির ওপর খুবই ঝুঁকিপূর্ণ। তাই রবিবার হতে ভারি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা নোটিস টানিয়ে দেয়া হয়েছে ব্রিজের পাশে।
×