ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ মহিলা দল চ্যাম্পিয়ন আইএইচএফ হ্যান্ডবল ট্রফি টুর্নামেন্ট

প্রকাশিত: ০৪:৪৭, ৮ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ মহিলা দল চ্যাম্পিয়ন  আইএইচএফ হ্যান্ডবল  ট্রফি টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিজয়ের মাসে শুধু জয় আর জয়। প্রথমে ক্রিকেটে জিম্বাবুইয়েকে টেস্টে-ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তারপর ফুটবলে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড ভুটানে গিয়ে ‘কিংস কাপ’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এরপর রবিবার ঘরের মাঠে এএইচএফ জুনিয়র হকির বাছাইপর্বেও (অনুর্ধ-২১) অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। একইদিন সুদূর পাকিস্তান থেকে আসে আরেকটি সুখবর। আইএইচএফ হ্যান্ডবল ট্রফি টুর্নামেন্টে মহিলা বিভাগেও শিরোপা করায়ত্ত করেছে বাংলাদেশ! মহিলা বিভাগের ফাইনাল খেলায় বাংলাদেশ ৩৪-২২ গোলে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, এ আসরের পুরুষ বিভাগে বাংলাদেশ পুরুষ দল ইয়েমেনের কাছে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল ফাইনালের আগে ৪৮-১৩ গোলে ইয়েমেনকে, ৫২-৫ গোলে আফগানিস্তানকে ও সেমিতে ৩৫-১৯ গোলে নেপালকে হারায়। ফয়সালাবাদে ৩ ডিসেম্বর থেকে শুরু হয় এ আসরটি। টুর্নামেন্টে পুরুষ বিভাগে আফগানিস্তান, ভারত, ইয়েমেন, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক পাকিস্তানসহ মোট ৭ দল এবং মহিলা বিভাগে আফগানিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তানসহ মোট ৬ দল অংশগ্রহণ করে। হকি ও মহিলা হ্যান্ডবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্পোর্টস রিপোর্টার ॥ এএইচএফ কাপ অনুর্ধ-২১ হকি বাছাইপর্বের ফাইনালে ওমানকে ৪-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ-২১ হকি দল। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও কোচকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মহিলা হ্যান্ডবল দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
×