ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:৪৩, ৮ ডিসেম্বর ২০১৪

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে ফলটা প্রত্যাশিত হচ্ছে না পাকিস্তানের। নিশ্চিত ফেবারিট হয়েও টেস্ট, টি২০ দুই সিরিজে জয়ের পরিবর্তে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। টেস্টে অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে দেয়ার পর অপেক্ষাকৃত দুর্বল কিউদের বিপক্ষে দলটির ভক্তরা এমনটা আশা করেননি। এ অবস্থায় সবার দৃষ্টি ছিল ওয়ানডের দিকে। কিন্তু মাঠে নামার আগেই আরও এক ধাক্কা খেল মিসবাহ-উল হকের দল। তুখোড় আজমলের পর এবার অবৈধ এ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ হারালেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ! চাপের ওপর বাড়তি চাপ নিয়ে পাঁচ ওয়ানডের প্রথমটিতে আজ কিউদের মোকাবেলায় নামছে পাকিস্তান। মরুশহর দুবাইয়ে দিবারাত্রির প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। বিশ্বকাপ সামনে রেখে পাঁচ ওয়ানডের সিরিজে বাড়তি আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাতে মরিয়া দু’দলই। দুই তারকার নিষেধাজ্ঞা সত্ত্বেও আত্মবিশ্বাসী পারফর্মেন্স প্রদর্শনের প্রত্যয় ঝড়েছে মিসবাহর কণ্ঠে। তরুণ নিউজিল্যান্ড সেনাপতি কেন উইলিয়ামসনও দারুণ কিছু করে দেখাতে চান। আরব আমিরাতে দু’দলের তিন ম্যাচ সিরিজের টেস্ট ১-১এ ও দুটি টি২০ ১-১এ অমীমাংসিত থাকে। মিসবাহ বলেন, ‘বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার এটাই শেষ সুযোগ। এই সিরিজই আমাদের বলে দেবে আমরা কেমন দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। অতএব, এই লড়াইয়ে অখ মনোযোগ দিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পিচের তুলনায় আরব আমিরাতের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তবে সেটা কোন ব্যাপার নয়। আমি এই সিরিজ থেকে আত্মবিশ্বাস ও প্রেরণা নিয়ে বিশ্বকাপে যেতে চাই; যেটি বিশ্বকাপে আমাদের ভাল খেলতে সাহায্য করবে।’ দুই মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ায় আলোচিত অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে বিশ্বকাপের প্রাথমিক দলে নেয়া হয়েছে। আছেন টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি। আজমলের অনুপস্থিতি সত্ত্বেও দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তবে গতকালই বোলিংয়ে নিষিদ্ধ হওয়া হাফিজকে ব্যাটসম্যান ও ফিল্ডার হিসেবে রাখা হবে কিনা, সেটি দেখার বিষয়! অভিজ্ঞ ইউনুস সম্পর্কে অধিনায়কের বক্তব্য, ‘ইউনুস দলের জন্য সুফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস। আশা করি, তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।’ শ্রীলঙ্কা সফরের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়ায় খুব ক্ষেপে গিয়ে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন ২৯ নবেম্বর বয়স ৩৭ বছর পূর্ণ হওয়া এ ব্যাটসম্যান। তবে পরিবার ও বন্ধুদের অনুরোধে খেলেন টেস্ট সিরিজে। কেবল খেলেনই নয়, ব্যাট হাতে রানের ফল্গুধারা বইয়ে দেন বর্ষীয়ান উইলোবাজ। চিত্তাকর্ষক ব্যাটিংয়ে জায়গা করে নেন ওয়ানডেতে। শ্রীলঙ্কাকে মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। এই সিরিজে তাই কিউইদের নেতৃত্বে উইলিয়ামসন। ভবিষ্যত সেনাপতিকে ঝালিয়ে নিচ্ছেন নির্বাচকরা। মন্দ করেননি। শহীদ আফ্রির টি২০ দলের বিপক্ষে ড্র করেছেন সিরিজ। প্রতিপক্ষকে সমীহ করে উইলিয়ামসন বলেন, ‘ওয়ানডে সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কেননা পাকিস্তান সবসময় এখানকার কন্ডিশনে দুর্ধর্ষ দল। আজমল না থাকলেও দল বেশ শক্তিধর। আমাদের সামর্থ্যরে সেরাটা দিতে হবে।’ তবে দু’দলেরই লক্ষ্য যে বিশ্বকাপ উইলিয়ামসনের পরের বক্তব্যে ফুটে ওঠে সেটি। ‘বিশ্বকাপের আগে আমরা আরও দুটি সিরিজ খেলব। তবে আত্মবিশ্বাস যোগাতে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ টেস্ট-টি২০ ইঙ্গিত দিচ্ছে ওয়ানডেতেও লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। যে লড়াইয়ে দৃশ্যপটে থাকবেন মিসবাহ, ইউনুস, আফ্রিদি, উমর গুল, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ ইরফান, উমর আকমল, কোরি এ্যান্ডারসন, মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেইলর ও ড্যানিয়েল ভেট্টোরিরা। এ পর্যন্ত মোট ৮৯ ওয়ানডেত মুখোমুখি হয়ে পাকিস্তানের জয় ৫১টি ও নিউজিল্যান্ডের ৩৫টিতে, ১টি টাই ও ২টি পরিত্যক্ত হয়।
×