ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্ট ওবামা গ্যাস্ট্রিকে আক্রান্ত

প্রকাশিত: ০২:৫৪, ৮ ডিসেম্বর ২০১৪

প্রেসিডেন্ট ওবামা গ্যাস্ট্রিকে আক্রান্ত

বুক আর গলার জ্বলুনি নিয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘এসিডিটির’ চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা। ওবামার চিকিৎসক ক্যাপ্টেন রনি জ্যাকসন শনিবার এক বিবৃতিতে জানান, ‘এসিডিটির’ সমস্যা থেকে প্রেসিডেন্টের নরম টিস্যুর প্রদাহ ঘটেছে। সে অনুযায়ীই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর ওয়েবসাইটের। এ ধরনের সমস্যার ক্ষেত্রে গ্যাস্ট্রিক গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় বলে কখনও কখনও পাকস্থলি খাদ্যকণা ও এসিড ঠেলে বের করে দিতে চায়। এ কারণেই বুক, গলা ও খাদ্যনালিতে জ্বলুনির অনুভূত হয়। ৫৩ বছর বয়সী ওবামা এ সমস্যা নিয়েই ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে যান। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তার গলার টিস্যু ফুলে গেছে। পরে চিকিৎসকরা সিটি স্ক্যানও করেন, যদিও সেখানে কোন সমস্যা তারা পাননি। তবে সাবেক ধূমপায়ী ওবামাকে ঠিক কী কারণে ভুগতে হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চিকিৎসকরা। গত জুনে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার পর ওবামা সুস্থ আছেন বলে ছাড়পত্র দিয়েছিলেন জ্যাকসন। প্রতিদিন ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ধূমপানমুক্ত জীবনযাপন প্রেসিডেন্টকে সুস্থ থাকতে সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেছিলেন। -বিবিসি
×