ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৪

বরিশালে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলা ও ছাত্রী নির্যাতনের প্রতিবদে অবশেষে শনিবার সকালে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছেন সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটি ও বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের আয়োজনে মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ বিশেষ করে ছাত্রী নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না। বক্তারা এ ন্যক্কারজনক ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন আইসিডিএর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, মানবাধিকার জোট জেলা সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, খেলাঘরের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, লিগ্যাল এইডের জেলা সম্পাদিকা প্রতিমা সরকার প্রমুখ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসকের বাংলোতে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। দিনাজপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সরকারীকরণ দাবিতে সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামছে। আন্দোলনের কৌশল নির্ধারণে শনিবার দিনাজপুরে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনাজপুর পৌরসভার কাউন্সিলর কক্ষে আয়োজিত সম্মেলনে দিনাজপুর পৌর কর্মকর্তা মজিবর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সহিদুল ইসলাম, নুরুল হুদা, হাসানুজ্জামান বসুনিয়া, জুলফিকার হায়দার বাবু। উখিয়ায় অপহৃত স্কুল শিক্ষিকা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, উখিয়া, ৬ ডিসেম্বর ॥ কক্সবাজারের উখিয়ার আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপহৃত স্কুল শিক্ষিকা তাসনিম শাহানা সুমি রাজাপালং ইউনিয়নের জাদীমোরা গ্রামের অপহরণকারীচক্রের মূল হোতা জিয়া উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার রাত ৩টায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃত শিক্ষিকা বাদী হয়ে ৭ জনকে আসামি করে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বগুড়ায় গ্যাস দুর্ঘটনায় নিহত এক ॥ অসুস্থ ১২ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার কাহালু উপজেলায় শনিবার টাইলস তৈরির একটি কারখানার প্লান্টে ব্যবহৃত কোল গ্যাস দুর্ঘটনায় আব্দুল আলিম (৩২) নামে একজনের মৃত্যু ও ১২ জন অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থরা হলোÑ আবু মাসুম, সুমন মিয়া, বারেক, শহিদুল, মজনু, নেসাত, আমির। পুলিশ জানায়, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা এলাকায় এবি সিরামিক নামের ওই টাইলস তৈরির কারখানার প্লান্টে কয়লা থেকে উৎপাদিত গ্যাস ব্যবহার হয়। দুপুরে প্লান্টের কোল গ্যাস সিলিন্ডারের সংস্কার কাজ চলছিল। এ সময় সময় দুর্ঘটনা ঘটে।
×