ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ৭ ডিসেম্বর ২০১৪

নবম শ্রেণির পড়াশোনা

বিষয়: ব্যবসায় উদ্যোগ প্রিয়, শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ২য় অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তর এবং কয়েকটি বহুনির্বাচনি প্রশ্নোত্তর আলোচনা করব। ২য় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা গরু পালনে অনেক সমস্যার কথা জেনেও জনাব আন্নাস মেরাদিয়া তার নিজ এলাকায় একটি ডেইরি ফার্ম স্থাপন করলেন। কিছুদিন পর ফার্মেী দু’টি অস্ট্রেলিয়ান গাভীর আকস্মিক মৃত্যুতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন। এরপরও তিনি ফার্ম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং একজন পশুচিকিৎসক নিয়োগ দিলেন। এতে তিনি সফলকাম হলেন। প্রশ্ন: ক) ব্যবসায় উদ্যোগ অদক্ষ মানবগোষ্ঠীকে কোন কাজে নিয়োজিত করে? প্রশ্ন: খ) উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণকারী বলা হয় কেন? প্রশ্ন:গ) উদ্যেক্তার কোন গুণটি আন্নাসের মধ্যে প্রতিফলিত হয়েছে। বর্ণনা কর? প্রশ্ন: ঘ) আন্নাসের সফলতার কারণ বিশ্লেষণ করো। উত্তর: ক) ব্যবসায় উদ্যোগ অদক্ষ মানবগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে। উত্তর:খ) ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক সর্বদা বিদ্যমান। কোনো ব্যবসায়ে ঝুঁকি বেশি। যে ব্যবসায় ঝুঁকি বেশি তাতে লাভের সম্ভাবনাও বেশি। ঝুঁকি হলো প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান বা অনিশ্চয়তা। ভবিষ্যৎ অনিশ্চিত জেনে মুনাফার আশায় ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করে বিধায় উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণকারী বলা হয়। উত্তর:গ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তার একটি বিশেষ গুণ। উদ্দীপকে জনাব আন্নাসের মধ্যে চালেঞ্জ গ্রহণ করার সাহসিকতার প্রতিফলন ঘটেছে। জনাব আন্নাস গরু পালনের সমস্যার কথা জেনেও লক্ষ্য অর্জনে নিরলস শ্রম দেন। এছাড়া তিনি নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি দুটি গাভীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা না হয়ে লক্ষ্য অর্জনের জন্যে কাজ করেন এবং ফলাফল অর্জিত না হওয়া পর্যন্ত নিজেকে কাজে নিয়োজিত রাখেন। সাফল্য অর্জনের তীব্র আকাক্সক্ষা থেকে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা জনাব আন্নাসের চরিত্রে ছিল। যার ফলশ্রুতিতে তিনি সফলতা লাভ করেন। উত্তর:ঘ) ব্যবসায় একটি জটিল কাজ। সফল উদ্যোক্তা নিজেকে সম্পূর্ণভাবে এ কাজে নিয়োজিত করে থাকে। উদ্দীপকে আন্নাসের সফলতার কারণগুলো নিম্নে বিশ্লেষণ করা হলো। ১.আত্মবিশ্বাস: জনাব আন্নাসের আত্মবিশ্বাস ছিল বলেই তিনি ফার্ম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ২.ঝুঁকি গ্রহণ: জনাব আন্নাসের গরু পালনের সমস্যাকে ঝুঁকি হিসেবে মেনে নিয়ে ডেইরি ফার্ম স্থাপনে অগ্রসর হন। ৩.কৃতিত্ব অর্জনের আকাক্সক্ষা: জনাব আন্নাসের কৃতিত্ব অর্জনের তীব্র আকাক্সক্ষার কারণে দুটি গাভীর আকস্মিক মৃত্যুতেও ভেঙ্গে পড়েননি। ৪. কঠোর পরিশ্রম করার ক্ষমতা: জনাব আন্নাসের কাজের প্রতি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞা ছিলেন। তাই তিনি একবার ব্যর্থ হয়েও কঠোর পরিশ্রম করে নতুন উদ্যমে কাজ শুরু করেন। ৫.সঠিক সিদ্ধান্ত গ্রহণ: জনাব আন্নাস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন। তাই তিনি দুটি গাভীর মৃত্যর পর একজন চিকিৎসক নিয়োগ করেন। উপরোক্ত গুণাবলীর কারণে জনাব আন্নাস তার ডেইরি ফার্ম ব্যবসায় সফলকাম হন। বহুনির্বাচনি প্রশ্ন : ১। ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক বিদ্যমান? ক) মুনাফার খ) ক্ষতির গ) ঝুঁকির ঘ) যোগাযোগ ২। সব সময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়? ক) অধিক খ) স্বল্প গ) পরিমিত ঘ) ঝুঁকি বিবেচনা করা হয় না ৩। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি? ক) জনকল্যাণ খ) মুনাফা অর্জন গ) ব্যবসায় সম্প্রসারণ ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা ৪। উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন ক) প্রশিক্ষণ কেন্দ্রের খ) অর্থসংস্থান গ)নিরাপত্তায় ঘ) সঠিক সিদ্ধান্তের নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫-৮ নং প্রশ্নের উত্তর দাও: সুমন তার পাড়ায় মুদির দোকান স্থাপনের সিদ্ধান্ত নিল। তার মামার কাছ থেকে অর্থসংগ্রহ করে সে দোকান স্থাপন করলো এবং নিজেই পরিচালনা করা শুরু করলো। ৫। সুুমনের মুদির দোকান স্থাপনকে কী বলে? ক) ব্যবসায় খ) ব্যবসায় উদ্যোগ গ) ব্যবসায় উদ্যোক্তা ঘ) শিল্প স্থাপন ৬। সুমনের মুদির দোকান স্থাপনের জন্যে সম্পাদিত কার্যাবলি হলোÑ র) ধারণা চিহ্নিতকরণ রর) মূলধনের যোগান ররর) পরামর্শ গ্রহণ নিচের কোনটি সঠিক?
×