ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন পুলিশের আরও বেশি জবাবদিহিতা চাইলেন বান

প্রকাশিত: ০৬:৩৭, ৭ ডিসেম্বর ২০১৪

মার্কিন পুলিশের আরও বেশি জবাবদিহিতা চাইলেন বান

জাতিসংঘ মহাসচিব বান কি মুন পুলিশের আরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। জুলাই মাসে ব্রুকলিনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে নিউইয়র্কের পুলিশ চকহোল্ড বা শ্বাসরোধ করে হত্যার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার গ্র্যান্ডজুরির সিদ্ধান্তের পর সৃষ্ট বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান। খবর ডন ও ওয়েবসাইটের। ‘আমাদের এলাকার আশপাশে যা ঘটছে তা সে বিষয়ে আমরা সচেতন আছি। আমরা মনে করি আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতার বিষয়টি আরও একবার সামনে চলে এসেছে’, নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র স্টেফানি ডুজারিক এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, অতিসম্প্রতি নিউইয়র্কে অনেক বিক্ষোভ সমাবেশ আমরা দেখেছি। শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের জন্য বিক্ষোভকারীদের প্রতি জাতিসংঘ মহসচিব আহ্বান জানিয়েছেন বলে ডুজারিক উল্লেখ করেন। তিনি আরও বলেন, নিহত এরিক গার্নারের পরিবারের অনুভূতির প্রতি বান একাত্মতা পোষণ করেন। সংখ্যালঘু কমিউনিটির বিরুদ্ধে পুলিশের আক্রমণাত্মক আচরণের প্রতিবাদে শুক্রবারও তৃতীয় রাতের মতো নিউইয়র্ক ও অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ হয়। নবেম্বরে পুলিশের গুলিতে নিহত অপর নিরস্ত্র কৃষ্ণাঙ্গ আকাই গুর্লে (২৮) হত্যার দায়ে সন্দেহভাজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে, প্রসিকিউটরদের পক্ষ থেকে এমন আশ্বাস দেয়ার পরও বিক্ষোভকারীদের শান্ত হওয়ার কোন লক্ষণ যাচ্ছে না। গুর্লেও নিউইয়র্কের ব্রুকলিনে নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গদের তালিকায় তিনি তৃতীয় ব্যক্তি। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনায় গত এক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণই ছিল। তবে বুধবার গার্নার হত্যার দায়ে পুলিশ কর্মকর্তাকে বিচার থেকে রেহাই দেয়ার গ্র্যান্ডজুরির সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছে। এর একদিন আগে আগস্ট মাসে ঘটে যাওয়া মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে অপর এক কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন হত্যার দায়ে আরও এক শ্বেতাঙ্গ পুলিশকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছিল। ব্রাউন হত্যার কোন ভিডিও না থাকলেও গার্নার হত্যার একটি ভিডিও রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ ভিডিও দেখেও ওই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা যেত। ছয় সন্তানের জনক ৪৩ বছর বয়সী গার্নারকে ড্যানিয়েল প্যান্টালেও নামে এক শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে হত্যা করেন। অবৈধভাবে সিগারেট বিক্রির জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে এই ঘটনা ঘটে। উপর্যুপরি তিনদিনের বিক্ষোভ সমাবেশ নিউইয়র্কের ম্যানহাটান অঞ্চলে ট্রাফিক জাম তৈরি করে।
×