ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের লক্কড়-ঝক্কড় গাড়ি

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ডিসেম্বর ২০১৪

ফের লক্কড়-ঝক্কড় গাড়ি

রাজধানীতে কিছু দিন আগেই অভিযান চালিয়ে ফিটনেসবিহীন গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর কিছু দিন পর চালকরা ফের লক্কড় ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামায়। কিছুদূর যেতে না যেতেই এসব গাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেখানে-সেখানে বিকল হয়ে পড়ছে। রাস্তার ওপর যাত্রী নামিয়েই শুরু হয় মেরামতের কাজ। গাড়ি সচল না হওয়ায় যাত্রীরা কখনও কখনও অন্য বাসে উঠতে বাধ্য হয়। এভাবে নিত্যদিন সাধারণ যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। রাজধানীর শ্যামলী থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×