ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোললাইন প্রযুক্তিতে স্বাগত লো-গার্ডিওলার

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ডিসেম্বর ২০১৪

গোললাইন প্রযুক্তিতে স্বাগত লো-গার্ডিওলার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মৌসুম থেকেই জার্মান বুন্দেসলিগায় ব্যবহার করা হবে গোললাইন প্রযুক্তি। আর সেটাকে স্বাগত জানিয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো ও বেয়ার্ন মিউনিখ কোচ পেপ গার্ডিওলা। জার্মানির শীর্ষ ১৮ ক্লাব গোললাইন প্রযুক্তির পক্ষে-বিপক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে ১৫ ক্লাবই প্রযুক্তিটি ব্যবহারের পক্ষে রায় দিয়েছে। ফলে ২০১৫-১৬ মৌসুম থেকেই এ প্রযুক্তির ব্যবহার দেখা যাবে বুন্দেসলিগায়। গোললাইন প্রযুক্তিতে গোল হয়েছে কি হয়নি এ বিষয়টা আরও সূক্ষ্মভাবে জানা যাবে। অনেক সময় মানুষের দৃষ্টিতে বিভ্রম হয়, ফলে মাঠে দায়িত্বরত রেফারিও অনেক সময় ভুল করে বসেন। তবে গোললাইন প্রযুক্তিতে ব্যবহৃত হক-আই সেটা নিখুঁতভাবেই নিশ্চিত করবে গোল হওয়ার বিষয়টি। এ বিষয়ে লো বলেন, ‘আমি যদি ভাল কোন সৃষ্টি বা প্রযুক্তিগত পরিবর্তন দেখে থাকি সেটা হচ্ছে গোললাইন প্রযুক্তি। সবকিছুই আমি পছন্দ করি না। কারণ এতে করে খেলার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়। কিন্তু গোললাইন প্রযুক্তি তেমন কিছু নয়। রেফারির সিদ্ধান্ত অনেক সময় প্রচুর আলোচনার জন্ম দেয়। কিন্তু কোনভাবে গোল হওয়ার বিষয়ে নিখুঁত কোন সিদ্ধান্ত দ্রুত জানতে পারলে তা ফুটবলের জন্য দারুণ কিছুই হবে।’ বুন্দেসলিগার ক্লাবগুলো গত মৌসুমে মূলত গোললাইন প্রযুক্তি ব্যবহার না করার পক্ষে ভোট দিয়েছিল। তবে এবার নতুন করে চ্যাম্পিয়ন বেয়ার্নের প্রস্তাবে আবার ভোটাভুটি হলো। সেখানে ১৫-৩ ভোটে আগামী মৌসুমে গোললাইন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত হয়ে গেছে। এ বিষয়ে গার্ডিওলা বলেন, ‘এটা খুবই ভাল সিদ্ধান্ত। আমি এর সঙ্গে একমত। গোল হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এটা মাত্র কয়েক সেকেন্ডের বিষয়। আমরা নিশ্চিত হতে চাই যে সিদ্ধান্ত দেয়া হয় সেটা নিখুঁত এবং এখন এটা রেফারির জন্য খুব সহায়ক হবে।’
×