ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধোনি ও ক্লার্ককে নিয়ে নাটক

প্রকাশিত: ০৫:৫২, ৭ ডিসেম্বর ২০১৪

ধোনি ও ক্লার্ককে নিয়ে নাটক

স্পোর্টস রিপোর্টার ॥ সময় ঘনিয়ে আসছে। মঙ্গলবারই চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে শক্তিধর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। অথচ দুই দলের অধিনায়ককে নিয়ে এখনও চলছে নাটকীয়তা। মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে প্রথম টেস্টে সফকারীদের নেতৃত্ব দেবেন বিরাট কোহলিÑ ইন্ডিয়ান বোর্ডের পক্ষ থেকে বিষয়টা অনেক আগেই নিশ্চিত করা হয়েছিল। অথচ হিউজেসের মৃত্যুর কারণে সূচীতে পরিবর্তন আসায় পূর্ব নির্ধারিত দ্বিতীয় টেস্টের চারদিন আগে ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ। সুস্থ হয়ে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ধোনি। আজ প্র্যাকটিসে যোগ দেয়ার কথা তার। ‘ক্যাপ্টেন কুল’ ফিট থাকলে খেলবেন না, সেটা কী হয়! তাই শেষ মুহূর্তে ঢুকে পড়তে পারেন ধোনি। অন্যদিকে মাইকেল ক্লার্কের ইনজুরির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করছেন অস্ট্রেলিয়া নির্বাচকরা। অকালপ্রয়াত সতীর্থ হিউজেসের শোক বুকে নিয়ে তিনিও অনুশীলনে ফিরেছেন। প্রথম টেস্টে ক্লার্ক থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ‘ডেপুটি’ ব্র্যাড হ্যাডিন। ওদিকে হিউজেসকে শ্রদ্ধা জানাতে অভিনব পন্থা অবলম্বন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মাত্র ২৫ বছর বয়সে প্রাণ হারানো এই ব্যাটসম্যানের টেস্ট ক্যাপে নম্বর ৪০৮। এ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেকে ক্রিকেটারের জার্সিতে থাকবে ‘৪০৮’। হিউজেস-শোক কাটিয়ে অসিদের মাঠে ভাল খেলাটা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেটি কাজে লাগাতে পারে ভারতীয়রা। ঢাকায় আন্তর্জাতিক ক্লাব ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। এরপর জুন-অথবা জুলাইয়ে আন্তর্জাতিক ক্লাবগুলোকে নিয়েও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ইচ্ছা রয়েছে বাফুফের। শনিবার এমনটাই জানান, বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সম্প্রতি শেখ জামাল ধানম-ি ক্লাব ভুটানে গিয়ে কিংস কাপ চ্যাম্পিয়ন হয়ে আসাতেই বাংলাদেশেও কিংস কাপের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার অভিপ্রায় হয়েছে বাফুফের। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘শুধুু জাতীয় দলভিত্তিক নয়, দেশের ফুটবলকে এগিয়ে নিতে ক্লাব লেভেলে আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত। এর বিকল্প নেই। কারণ আমাদের ক্লাবগুলোর অবকাঠামো বেশ ভাল। সেগুলো পরীক্ষা করতে হলে ক্লাবগুলোকে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আগামী বছর ক্লাবগুলোকে নিয়ে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ইচ্ছা আছে আমাদের।’
×