ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডিসি ফুটবল

কুমিল্লা আদর্শ সদর চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৪৭, ৭ ডিসেম্বর ২০১৪

কুমিল্লা আদর্শ সদর চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে ফুটবল এই সেøাগান নিয়ে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া পৃষ্ঠপোষক ব্র্যান্ড ওয়ালটনের সার্বিক সহযোগিতায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ালটন ডিসি কাপ কুমিল্লা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কুমিল্লা আদর্শ সদর দল। শনিবার কুমিল্লা জেলা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা আদর্শ সদর ৩-০ গোলে পরাজিত করে লাকসাম উপজেলাকে প্রথমার্ধের ১৪ মিনিটে পেনাল্টি বক্সের বেশ দূর থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে একাধিক খেলোয়াড়ের বাধা পেরিয়ে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে দারুণ এক গোল করে কুমিল্লা আদর্শ সদরকে ১-০ গোলে এগিয়ে নেন শরিফ। বিরতির পর ৫৬ মিনিটে সুকা গোল করে কুমিল্লা আদর্শ সদরকে এগিয়ে নেন ২-০ গোলে। এরপর ইনজুরি টাইমে বিদেশী ফুটবলার কামারা গোল পেলে লাকসামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের আনন্দে মেতে উঠে শিরোপা জয় কুমিল্লা আদর্শ সদর দল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হন লাকসাম দলের শাওন। ফাইনাল ম্যাচের সেরা গোলদাতা কুমিল্লা আদর্শ সদর দলের শরিফ। চ্যাম্পিয়ন কুমিল্লা সদরকে একটি ২২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ লাকসাম উপজেলাকে একটি ২১ ইঞ্চি সিআরটি টিভি উপহার হিসেবে প্রদান করা হয় ওয়ালটনের পক্ষ থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, আর বি গ্রুপের (ওয়ালটন) সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহরাফ হোসেন আসিফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবুসহ অন্যরা। কলম্বোয় কুকের পাঠশালা ‘শিশুদের অধিকার’ নিয়ে সামাজিক আন্দোলনের একটি অভিযানের ২৫তম বর্ষপূর্তি হয়ে গেল দু’দিন আগে শ্রীলঙ্কায়। বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। সুযোগ বুঝে শিশুদের নিয়ে মেতে উঠলেন ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক। ৪০ শিশুকে নিয়ে বিশেষ ক্রিকেট কোচিং ক্যাম্পে কুক হয়ে গেলেন কোচ। দীক্ষা দিলেন আগামী প্রজন্মের ক্ষুদে ক্রিকেটারদের। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে শনিবার তাঁকে এ ব্যতিক্রমী এক পাঠশালায় প্রশিক্ষক হিসেবে দেখা গেল।
×