ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৫ সালে রাজত্ব করবেন জোকোভিচ

প্রকাশিত: ০৬:১২, ৬ ডিসেম্বর ২০১৪

২০১৫ সালে রাজত্ব করবেন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই দাপট দেখাচ্ছেন নোভাক জোকোভিচ। শেষ চার বছরের তিনবারই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করেছেন তিনি। ২০১৪ সালে উইম্বল্ডনসহ সাতটি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। আর পারফর্মেন্সের এমন ধারাবাহিকতা ২০১৫ সালেও ধরে রাখবেন বলে মনে করেন আমেরিকার কিংবদন্তি টেনিস তারকা আন্দ্রে আগাসী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আগামী বছর অথবা পরের বছরও টেনিসে রাজত্ব করবেন নোভাক জোকোভিচ।’ বর্তমান টেনিসে নোভাক জোকোভিচ ছাড়াও সেরা তিন তারকা হলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার, স্পেনের রাফায়েল নাদাল এবং বৃটেনের এ্যান্ডি মারে। গত এক দশক ধরেই তারা টেনিস কোর্টে আধিপত্য বিস্তার করে আসছেন। আর চলতি মৌসুমে এই তিন তারকার বিপক্ষেই জয়ের রেকর্ড গড়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। তবে টেনিস খেলোয়াড়দের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইনজুরিও। যা শুধু একটি টুর্নামেন্টই নয় বরং কখনও কখনও খেলোয়াড়দের পুরো মৌসুমকেই নষ্ট করে দেয়। এ বিষয়ে আন্দ্রে আগাসী বলেন, ‘আমরা এটা জানি যে টেনিস কোর্টে অনেক কিছুই হতে পারে। একটা সামান্য চোটও একজন খেলোয়াড়ের একটি টুর্নামেন্টকে নষ্ট করে দিতে পারে। আর কখনও কখনও তা পুরো মৌসুমেই প্রভাব ফেলে। তবে আমি জানি না খেলোয়াড়দের কেমনভাবে সচেতন থেকে খেলা উচিত। তবে সবকিছু যদি সঠিকভাবে হয় তাহলে সে (নোভাক জোকোভিচ) ভাল করবে এটা বলা যায়।’ নব্বইয়ের দশক থেকে টেনিস কোর্টে আধিপত্য বিস্তার করেন আন্দ্রে আগাসী। পরে দীর্ঘ এক দশকেরও বেশি সময় নিজেকে কোর্টের রাজা হিসেবে রেখেছেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের জন্য প্রতিপক্ষের কাছে রীতিমতো হুমকি ছিলেন আন্দ্রে আগাসী। সুদীর্ঘ ক্যারিয়ারে আটটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন ৪৪ বছর বয়সী সাবেক আমেরিকান এই টেনিস তারকা। তবে টেনিসকে বিদায় বললেও মাঝে মাঝে এখনও কোর্টে ঝলক দেখাতে দেখে যায় তাকে। গত মাসেও এক প্রদর্শনী ম্যাচ খেলেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ছিল জাপানের কেই নিশিকোরি। তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে কেই নিশিকোরি বেশ ভালই পারফর্ম করছেন। এই মৌসুমেই ইউএস ওপেনের ফাইনাল খেলেন তিনি। আর আন্দ্রে আগাসীর মতে নতুন মৌসুমে নোভাক জোকোভিচদের জন্য বড় একজন প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারেন নিশিকোরি। গত চার বছরের মধ্যে তিনবারই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুমে শেষ করার দুর্দান্ত রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। অথচ তাকে টপকিয়ে এবার শীর্ষে থেকে মৌসুম শেষ করার সুযোগ এসেছিল রজার ফেদেরারের সামনে। মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে দুর্দান্ত খেলে ফেড এক্সপ্রেসও হাঁটছিলেন সে পথে। কিন্তু সুইস কিংবদন্তি রজার ফেদেরারের জন্য দুর্ভাগ্য যে ফাইনালে এসেই ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে শিরোপা জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটাও নিশ্চিত হয়ে যায় নোভাক জোকোভিচের। সুদীর্ঘ ক্যারিয়ারে ছয়টি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছেন জোকোভিচ। তার চারটিই আবার অস্ট্রেলিয়ান ওপেনের। এবারও অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরুটা দুর্দান্ত করার প্রত্যয় সার্বিয়ান এই টেনিস তারকার।
×