ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বশির আহমেদ স্মরণ সন্ধ্যা আজ

প্রকাশিত: ০৫:২৮, ৬ ডিসেম্বর ২০১৪

বশির আহমেদ স্মরণ সন্ধ্যা আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলা গানের কিংবদন্তি শিল্পী বশির আহমেদের ৭৫তম জন্মদিন ছিল গত ১৭ নবেম্বর। এই শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগের মাজার রোডের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পথিকৃৎ ফাউন্ডেশন ও স্বপ্নকুঁড়ি যৌথভাবে ‘বশির আহমেদ স্মরণ সন্ধ্যা’ আয়োজন করেছে। অনুষ্ঠানের সমন্বয়কারী মাহফুজা হক জানান, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন স্বপ্নকুঁড়ির এই প্রজন্মের শিল্পী বন্ধু মনির চৌধুরী, টুম্পা দাস, সুশান্ত সৈকত, এলিফ, পারভেজ সাজ্জাদ, সাদিয়া, রাজা বশির ও হুমায়রা বশির। এছাড়া রেজাউল করিম হিটলুও বশির আহমেদের দুটি জনপ্রিয় উর্দু গান পরিবেশন করবেন। স্বপ্নকুঁড়ির সভাপতি হাসান মাহমুদ বলেন, গত ১৭ নবেম্বরই বশির আহমেদ স্মরণ সন্ধ্যা আয়োজনের ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। আশা করি তবে আজকের অনুষ্ঠানটি আগত অতিথি-শ্রোতা দর্শকের ভাল লাগবে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বশির আহমেদ মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯৩৯ সালের ১৭ নবেম্বর।
×