ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজারটি তুলে দেয়া হোক–

প্রকাশিত: ০৫:২৪, ৬ ডিসেম্বর ২০১৪

বাজারটি তুলে দেয়া হোক–

ছবি দেখলে যে কেউ একে একটি পরিপাটি বাজার বলেই ধরে নেবে। আসলে বিষয়টি মোটেও তা নয়। এটি রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া এলাকার একটি দৃশ্য। তবে এলাকাটিকে কাঁচা বাজার বললে সবাই এক নামে চেনে। কিন্তু আসলে কি এটি বাজারের জায়গা? মোটেও নয়। এটি সড়ক পথ। কিন্তু একদল অদৃশ্য শক্তির ছত্রছায়ায় কিছু অসাধু দোকানি এখানে তরিতরকারির পসরা সাজিয়ে বসেছে। এভাবে রাস্তার প্রায় অর্ধেকটা দখল হয়ে গেছে। ফলে কৃত্রিমভাবে বেড়েছে যানযট। কমে গেছে হাঁটার পথ। বেড়েছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি এই বাজারটি ত্বরিত বন্ধ করে দেয়া হোক। শুক্রবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×