ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০৪:০২, ৬ ডিসেম্বর ২০১৪

চুয়াডাঙ্গায় চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৫ ডিসেম্বর ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া ও সুবুলপুর গ্রামের ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। এরা হলেন চাকুলিয়া গ্রামের মাঈন উদ্দিনের ছেলে মিলন ও আসাদুলের ছেলে ইয়াছিন এবং সুবুলপুর গ্রামের আঃ বারীর ছেলে বাবুল মিয়া ও আঃ রহিম। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিওপির ৮৮ নং মেইন পিলারের শূন্য লাইনের হুদাপাড়া নামক স্থান দিয়ে ৪ বাংলাদেশী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধরে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পে সোপর্দ করে। এ খবর পেয়ে বিজিবি টেলিফোনের মাধ্যমে ৪ বাংলাদেশী নাগরিককে তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানান। রাত ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৪ বাংলাদেশীকে ফেরত দেয়া হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×