ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক, ব্রিটেনে পাঁচ ব্যক্তি আটক

প্রকাশিত: ০৩:৫৭, ৬ ডিসেম্বর ২০১৪

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক, ব্রিটেনে পাঁচ ব্যক্তি আটক

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ব্রিটেনের পুলিশ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। সাউথ ওয়েলসের কার্ডিফ ও বেরি শহর থেকে সন্ত্রাস দমন আইনের আওতায় এদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। সাউথ ওয়েলস পুলিশ বলেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন ব্যক্ত করার দায়ে ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও পৃথকভাবে স্কটল্যান্ডইয়ার্ড পুলিশের সন্ত্রাস দমন ইউনিট একই রকম সন্দেহ থাকায় পূর্ব লন্ডন থেকে দু’ব্যক্তিকে আটক করেছে। অন্যদিকে কার্ডিফ ও বেরি শহরে যে পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে সে অভিযানটি চালিয়েছিল উত্তর-পূর্বাঞ্চলীয় সন্ত্রাস দমন ইউনিট, ওয়েলস চরমপন্থা ও সন্ত্রাস দমন ইউনিট তাদের সহায়তা করেছিল। আটক এই পাঁচজনের বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে। ছয়টি ঠিকানায় অনুসন্ধান চালিয়ে তাদের আটক করা হয়। সর্বশেষ আটকের এই ঘটনা ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফকে ঘিরে চরমপন্থীদের সম্ভাব্য তৎপরতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
×