ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষক-ম্যানেজিং কমিটি দ্বন্দ্ব ॥ স্কুলের বার্ষিক পরীক্ষা বন্ধ!

প্রকাশিত: ০৬:৩১, ৫ ডিসেম্বর ২০১৪

প্রধান শিক্ষক-ম্যানেজিং কমিটি দ্বন্দ্ব ॥ স্কুলের বার্ষিক পরীক্ষা বন্ধ!

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ম্যানেজিং কমিটির সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কারণে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি ওই প্রধান শিক্ষককে চাকরি হতে সাময়িক বরখাস্ত করায় পক্ষ-বিপক্ষ কেন্দ্র করে সেখানে চরম উত্তেজনা বিরাজে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফার পক্ষের অভিযোগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল রউফ উল করিম তাঁর স্ত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি দিতে উঠে পড়ে লেগেছে। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে ম্যানেজিং কমিটির দ্বন্দ্ব শুরু হয়। অপরদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পক্ষের অভিযোগ বিদ্যালয়ের ২২ বিঘা জমির আয় ও পুরাতন রড বিক্রির টাকাসহ মোট ৩ লাখ টাকার হিসাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিচ্ছেন না। ম্যানেজিং কমিটির ৪ দফা মিটিং হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাব না দেয়ার কারণে অনুপস্থিত থাকেন। বুধবার প্রধান শিক্ষকের এহেন অনিয়ম দুর্নীতির কারণে গত ৩ ডিসেম্বর ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর অনিয়ম দুর্নীতির ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে তাঁর পক্ষে নিয়ে স্কুলের বার্ষিক পরীক্ষা থেকে বিরত রেখে শিক্ষার্থীদের দিয়ে মিছিল করছে। ফলে স্কুলের বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এদিকে এলাকাবাসী জানায়, বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র সম্পদের ওপর গুরুত্ব শীর্ষক সেমিনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘সমুদ্র সম্পদের নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব শীর্ষক সেমিনার বৃহস্পতিবার চট্টগ্রাম নৌঅঞ্চলে অবস্থিত কমান্ড মেসে সমাপ্ত হয়েছে। সেমিনারের সমাপনী দিনে নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি ছিলেন। এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট বিষয়ক সচিব রিয়ার এ্যাডমিরাল খুরশেদ আলম (অব.)। সেমিনারে নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা, পেট্রোবাংলার সাবেক পরিচালক, মেরিন কেয়ার কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকগণ সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। Ñআইএসপিআর
×