ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি গম্ভীর, যুবরাজের

প্রকাশিত: ০৫:৫৩, ৫ ডিসেম্বর ২০১৪

ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি গম্ভীর, যুবরাজের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরু হবে আগামীবছর ১৪ ফেব্রুয়ারি। দুই মাস আগে প্রাথমিক দল ঘোষণা করতে হয়। একমাস আগে ঘোষণা করতে হয় চূড়ান্ত দল। একে একে দলগুলো প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। বৃহস্পতিবার ভারতও ঘোষণা করেছে। কিন্তু সেই দলেও নেই গৌতম গম্ভীর, যুবরাজ সিং। কী দুর্ভাগ্য তাদের। শুধু কী গম্ভীর, যুবরাজ; বীরেন্দর শেবাগ, জহির খান ও হরভজন সিংয়েরও ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি। দল দেখে বোঝাই যাচ্ছে ভারত ভবিষ্যত ক্রিকেট দিকে ভালভাবেই ঝুঁকে গেছে। তা না হলে কী আর বিশ্বকাপের মতো একটি আসরের প্রাথমিক দলেও যুবরাজ, গম্ভীর, শেবাগ, জহির, হরভজনদের জায়গা হয় না। সেই সঙ্গে বর্তমান ফর্মকেও বিবেচনা করছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ৩০ সদস্য থেকে দল ১৫ সদস্যে নামিয়ে আনা হবে। জানুয়ারির ৭ তারিখের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তবে এখনই প্রাথমিক দলে সুযোগ না হওয়া ক্রিকেটারদের ছুড়ে ফেলা হচ্ছে না। সুযোগ রাখা হয়েছে দলে প্রবেশ করার। এ নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি সঞ্জয় প্যাটেল বলেন, ‘সিনিয়ররা নির্বাচনের জন্য বিবেচনায় থাকবেন। তবে তা সবার সঙ্গে আলোচনার ওপরই সিদ্ধান্ত নেয়া হবে। এ মুহূর্তে পারফর্মেন্সকেই বিবেচনা করা হয়েছে। তরুণরা অনেক ভাল করছে। ঘরোয়া লীগেও। কোনভাবেই তাদের এড়িয়ে চলা যাবে না।’ গত দুই বছরে ১৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন শেবাগ। গড় ২০.২৩। গম্ভীর ৩০ ম্যাচ খেলে ২৩.৫৮ গড় অর্জন করতে পেরেছেন। দুইজনই সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে ঝলক দেখাতে ব্যর্থ হয়েছেন। ৬ ম্যাচে মাত্র ১টি শতক করেছেন। হরভজন এ টুর্নামেন্টে মাত্র ৭ উইকেট নিতে পেরেছেন। যুবরাজ ১৬৮ রান করেছেন। মে মাসে আইপিএলের পর থেকে জহির কোন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেই খেলতে পারছেন না। এমনকি মুম্বাই রঞ্জি ট্রফি থেকেও জহির নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ ক্রিকেটারদের চেয়ে মনোজ তিওয়ারি, মানিষ পান্ডে অনেক ভাল খেলছেন। সেই সঙ্গে কেদার জাধবকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নেয়া হয়েছে। অশোক দিন্দা ৯ ম্যাচেরই ১৯ উইকেট নিয়েছে। বামহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদবও দুর্দান্ত বল করছেন। রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ২০১১ সালের বিশ্বকাপে ছিলেন না। ২০১৫ সালের বিশ্বকাপে তাদের সুযোগ করে দেয়া হচ্ছে। তবে প্রাথমিক দলে আবার কিছু চমকও আছে। চেতশ্বর পুজারাকে দীর্ঘদিন নির্ধারিত ওভারে চমক জাগাতে দেখা যাচ্ছে না। তবুও আছেন দলে। উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঋদ্বিমান সাহা, সঞ্জু স্যামসন ও রবিন উথাপ্পা আছেন। ভারতের ৩০ সদস্যের প্রাথমিক দল ॥ ব্যাটসম্যানÑশিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজাঙ্কে রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, কেদার জাদভ, মনোজ তিওয়ারি, মানিষ পান্ডে, মুরলি বিজয়; ফাস্ট বোলারÑ ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদব, বরুন এ্যারন, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা, অশোক দিন্দা; স্পিনারÑ রবীচন্দ্রন অশ্বিন, পারভেজ রাসুল, কার্ন শর্মা, অমিত মিশ্রা, রবীন্দ্র জাদেজা, আকশার প্যাটেল, কুলদিপ জাদব; উইকেটরক্ষকÑ মহেন্দ্র সিং ধোনি, ঋদ্বিমান সাহা, সঞ্জু স্যামসন ও রবিন উথাপ্পা।
×