ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় মুক্তিপণ দিয়ে ফিরলেন ৪১ জেলে

প্রকাশিত: ০৫:২৭, ৪ ডিসেম্বর ২০১৪

বরগুনায় মুক্তিপণ দিয়ে ফিরলেন ৪১ জেলে

নিজস্ব সংবাদদাতা,বরগুনা, ৩ ডিসেম্বর ॥ বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণকৃত জেলেদের মধ্যে হতে ১৩ দিন পর মুক্তিপণ দিয়ে মঙ্গল ও বুধবার সকালে অপহরণকৃত ২টি ট্রলারসহ আরও ৪১ জেলে ফিরে এসেছে। এদের বাড়ি বরগুনা, তালতলী, কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা ও মঠবাড়ীয়া এলাকার বিভিন্ন গ্রামে। জানা গেছে, তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরের লালদিয়ার চর ও পক্ষীদিয়ার চর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে বরগুনা সদর, তালতলী, কলাপাড়ার মহিপুর ও পাথরঘাটা এলাকার প্রায় দেড় শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে সুন্দরবনের গহিন জঙ্গলে থাকা জলদস্যুরা চলতি বছরের গত ২১ নবেম্বর শুক্রবার রাতে অপহরণ করে নিয়ে যায়।
×