ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পুলিশের পোশাক পরে ট্রাক ছিনতাই

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৪

সিরাজগঞ্জে পুলিশের  পোশাক পরে ট্রাক  ছিনতাই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ থানা সীমানার ১০নং ব্রিজ এলাকায় পুলিশের পোশাক পরে ভুট্টাবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের মারপিটে চালক ও হেলপার আহত হয়েছেন। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ট্রাকে প্রায় ৭-৮ লাখ টাকা মূল্যের ভুট্টাবোঝাই দিয়ে তাঁরা ময়মনসিংহের ভালুকায় ইনডেক্স ফিড মিলে যাচ্ছিলেন। রাত পৌনে ১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের ১০নং ব্রিজ এলাকায় এলে ৭-৮ জনের পুলিশের পোশাক পরা লোক গাড়ির কাগজপত্র দেখার কথা বলে তাঁদের গতিরোধ করে। তাদের হাতে ওয়ালেস সেট, সার্চলাইট ছিল। পরে ভুট্টাবোঝাই ওই ট্রাক ছিনতাই করে নিয়ে যায় এবং ছিনতাইকারীরা ট্রাকচালক চুয়াডাঙ্গা জেলার সাতগাড়ী গ্রামে মোঃ নুরুল ইসলাম (৪২) একই এলাকার শিপনকে (৩১) একটি সাদা মাইক্রোবাসে তুলে হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে তাড়াশে চরহামকুড়িয়া এলাকায় ফেলে রেখে যায়।
×