ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ফের তিন ট্রলারসহ ৪৫ জেলে অপহরণ

প্রকাশিত: ০৫:২৫, ৪ ডিসেম্বর ২০১৪

বঙ্গোপসাগরে ফের তিন ট্রলারসহ ৪৫ জেলে অপহরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দ্রারবাড়িয়া এলাকার ফেয়ারওয়েবয়া এলাকায় আবারও বনদস্যুরা ৩টি মাছধরা ট্রলারসহ ৪৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে। বনদস্যু জাহাঙ্গীর ও ফরহাদ বাহিনীর সদস্যরা সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাগরে শুঁটকিপল্লীর জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে উপকূলে ফেরার পথে ট্রলারে হামলা চালিয়ে তাদের অপহরণ করে এবং মালামাল লুটে নেয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এখবর নিশ্চিত করেছেন। কামাল উদ্দিন বলেন, ‘সোমবার গভীর রাতে সমুদ্রে মাছ আহরণ করে শুঁটকিপল্লীতে ফেরার পথে বনদস্যু ফরহাদ-জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের ট্রলারে হামলা চালায়। এ সময় ৩ ট্রলারসহ ৪৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার জয়নাল নামে এক ব্যক্তির ট্রলার রয়েছে। অপহৃত অপর জেলেদের বাড়ি রামপাল, কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা এলাকায়। তবে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও আমীর হোসাইন চৌধুরী জানান, সাগরে জেলেদের ওপর বনদস্যুদের তা-বের খবর শুনেছি। তবে যোগাযোগের অভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
×