ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিরোজপুরে বাঁধ রক্ষায় দিন-রাত পাহারা

প্রকাশিত: ০৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৪

পিরোজপুরে বাঁধ রক্ষায়  দিন-রাত পাহারা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩ ডিসেম্বর ॥ মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা বাজার সংলগ্ন ভূতার খালের বাঁধ কাটার উৎকণ্ঠায় ভুগছে ৪ গ্রামের (বাদুরা, তেঁতুলবাড়িয়া, উত্তর শৌলা ও বড়শৌলা) প্রায় ৫ হাজার মানুষ। জোযারের পানি থেকে জমির ফসল রক্ষা এবং খালের ভাঙ্গনের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ফসলি জমি, সড়ক ও ঘর-বাড়ি রক্ষার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ সোবাহান শরীফ ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফের উদ্যোগে ২০১০ সালে তৎকালীন সংসদ সদস্যের সহযোগিতায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ভূতার খালে বাঁধ দেয়। এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিন-রাত পরিশ্রম করে বাঁধটি নির্মাণ করে। ৪ বছর পর একটি মহল বাঁধটি কাটতে গেলে বাঁধ রক্ষার পক্ষের লোকজন বাধা দেয়ায় সৃষ্টি হয় উত্তেজনা। বর্তমানে বাঁধে দিন-রাত পালাক্রমে পাহারা বসিয়েছে বাঁধ রক্ষার পক্ষের লোকজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্ব দিকের বিষখালী নদ থেকে আমুয়া-মিরুখালী বাজার হয়ে আসা খাল এবং পশ্চিম দিকের বলেশ্বর নদ থেকে তুষখালী-ধানীসাফা বাজার হয়ে আসা খাল ২টি বাদুরা বাজারে মিলিত হয়েছে। এই খাল দিয়ে বিষখালী ও বলেশ্বর নদের সঙ্গে মানুষ ও মালবাহী নৌকা ও ট্রলার চলাচল করায় এ খাল লাইনের খাল বলে খ্যাত। কয়েক বছর পূর্বে দুই খালের সংযোগ স্থলে কয়েকটি বাঁধ দেয়ায় বাদুরা বাজার থেকে দক্ষিণ দিকে বয়ে যাওয়া ভূতার খালে (শাখা খাল) পানির চাপ বেড়ে যায়। পানির স্রোতে খাল তীরবর্তী বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসা, সড়ক ও জনপথ বিভাগের সাফা-আমুয়া সংযোগ সড়ক ও বাদুরা বাজারসহ প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙ্গনের সৃষ্টি হয়। এছাড়া বাদুরা, তেঁতুলবাড়িয়া ও বড়শৌলা গ্রামের কয়েক হাজার একর ফসলি জমির আমন আবাদ ও ফসল কাটার সময় পানিতে প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হতে থাকে। এ কারণে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ভূতার খালে এ বাঁধটি দেয়। বাঁধ রক্ষায় পাহাড়ায় নিয়োজিত বাদুরা গ্রামের কৃষক আলহাজ মোবারক আলী (৭৫) বলেন, তার প্রায় এক একর জমি খালে বিলীন হয়ে গেছে। বাঁধ কাটলে তার পৈত্রিক বসতভিটা থাকবে না বলে তিনি জানান। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব বলেন, ভুতার খালে একটি সøুইস গেট নির্মাণ করে দিলে স্থানীয় কৃষকদের সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।
×