ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্মঘট প্রত্যাহার ॥ চট্টগ্রামের ১৬ ঘাটে জাহাজ থেকে পণ্য খালাস শুরু

প্রকাশিত: ০৫:২১, ৪ ডিসেম্বর ২০১৪

ধর্মঘট প্রত্যাহার ॥ চট্টগ্রামের ১৬ ঘাটে জাহাজ থেকে পণ্য খালাস শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একটানা তিন দিন ধর্মঘটের পর বুধবার পুরোদমে হ্যান্ডলিং কাজ শুরু হয়েছে সদরঘাট-বাংলাবাজারের প্রাইভেট লাইটার জেটিতে। মঙ্গলবার রাতে বিবদমান দুপক্ষ শ্রমিকের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা হলে সকাল থেকে ১৬টি ঘাটেই ঘাট শ্রমিকরা স্বাভাবিক হ্যান্ডলিং কাজ শুরু করে। শ্রমিকরা ৫০ ভাগ মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে গত রবিবার থেকে আকস্মিক ধর্মঘটের ডাক দেয়। তবে ধর্মঘট পালন নিয়ে শ্রমিকরা দ্বিধাবিভক্ত হয়ে যায। এতে কয়েকটি ঘাটে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকে। লাইটার মালিক সংগঠন সূত্রে জানা গেছে, আগামী একমাসের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবির বিষয়ে একটি যৌক্তিক সমাধানের আশ্বাস দেয়া হয়েছে ত্রিপক্ষীয় বৈঠকে। বুধবার রাতেই শ্রমিকদের সঙ্গে সমঝোতা হওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এতে বাংলাবাজার এবং সদরঘাটের ষোলটি বেসরকারী ঘাটে বুধবার সকাল থেকে ক্রেনের হুক পয়েন্টে শ্রমিকরা কাজে যোগ দেয়। ধর্মঘটের কারণে তিন দিন ধরে ৬৮টি লাইটার জাহাজে আমদানি করা পণ্য গম, ডাল, এমওপি এবং টিএসপি সার হ্যান্ডলিং বিঘিœত হয়।
×