ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার থেকে শীঘ্রই পদত্যাগের সিদ্ধান্ত নেব ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:১৯, ৪ ডিসেম্বর ২০১৪

সরকার থেকে শীঘ্রই পদত্যাগের সিদ্ধান্ত নেব ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে মন্ত্রি পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে দলের অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তিতে নেই, সাধারণ মানুষ আজ নিরাপদ নয়, শিক্ষক মারা যাচ্ছে। অর্থনীতি ধ্বংসের পথে। এই বড় দুই দলকে কেউই চায় না। এ জন্যই মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে। বুধবার বিকেলে তিন দিনের রংপুর সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় আসার জন্য আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রংপুরে হবে দেশের সবচাইতে বড় কাউন্সিল। সেখানে এক লাখ লোকের সমাগম হবে। সরকার অনেক কথা দিয়েও সেসব কথা রাখতে পারে না। এখন প্রাইমারী স্কুলের প্রশ্নপত্রও ফাঁস হচ্ছে। তাহলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এখন কি করবে। তিনি বলেন, বর্তমানে জাতীয় পার্টিতে কোন ভেদাভেদ নাই। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাপা রংপুর জেলা কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোফাজল হোসেন, সদস্য সচিব মকবুল হোসেইন আসিফ শাহারিয়ার, মহানগর কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ।
×