ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবজাতির বিলুপ্তি ডেকে আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

প্রকাশিত: ০৪:১২, ৪ ডিসেম্বর ২০১৪

মানবজাতির বিলুপ্তি ডেকে আনবে  কৃত্রিম বুদ্ধিমত্তা!

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির বিলুপ্তি ঘটাতে পারে বলে খ্যাতনামা ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করে দিয়েছেন। মঙ্গলবার প্রচারিত বিবিসির সঙ্গে সাক্ষাতকারে হকিং বলেছেন, প্রযুক্তির উন্নয়ন যে হারে ঘটছে, তাতে ধারণা করা যায় এটি খুব শীঘ্রই মানুষের জায়গা দখল করে নিয়ে মানুষকে অপ্রয়োজনীয় করে তুলবে। খবর এএফপির। হকিং ‘টার্মিনেটর’ ছবির উদাহরণ দিয়ে বলেন, ‘মানব জাতিরও পরিণতি সে রকম হতে পারে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক পর্যায়টি ইতোমধ্যেই দেখা যাচ্ছে। এটি যথেষ্ট প্রয়োজনীয় বলেও প্রমাণিত হয়েছে। তবে আমি শঙ্কিত এর পরিণত রূপটি যখন দেখা যাবে, তখন সেটি মানুষকেও ছাড়িয়ে যাবে। মানবজাতি বিলুপ্তির পথে চলে যাবে।’ তিনি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির সঙ্গে সঙ্গে জিনিসটি নিজেই নিজেকে আত্মস্থ করে নিতে শুরু করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের উন্নত সংস্করণ তৈরি করবে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। মানুষ যেহেতু জৈব পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট তাই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না। মোটর নিউরন রোগে আক্রান্ত ৭২ বছর বয়সী হুইল চেয়ার আরোহী হকিং যন্ত্রের সহায়তায় কথা বলে থাকেন।
×