ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শব্দদূষণ রোধে...

প্রকাশিত: ০৪:১১, ৪ ডিসেম্বর ২০১৪

শব্দদূষণ রোধে...

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘হাশ’ (ঐঁংয) নামের এক অভিনব ইয়ারপ্লাগ। বিশেষ ধরনের এই ইয়ারপ্লাগ ব্যবহারকারীকে আশপাশের শব্দদূষণ থেকে সুরক্ষা দেবে। কিন্তু স্মার্টফোনের সব নোটিফিকেশন ও আপডেটের আওয়াজ ঠিকই পাবেন ব্যবহারকারী। ‘নয়েজ মাস্কিং’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ‘হাশ’-এ। এই ইয়ারপ্লাগের জন্য আছে বিশেষ এ্যাপ, যা চলবে এ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মেই। এ্যাপের মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজনীয় ‘এ্যালার্ট’ চিহ্নিত করতে পারবেন। আওয়াজের মধ্যে ঘুমাতে না পারা থেকেই হাশের অনুপ্রেরণা বলে জানিয়েছেন সহপ্রতিষ্ঠাতা ড্যানিয়েল লি। হাশ তৈরিতে ব্যবহার করা হয়েছে শব্দ দূরকারী ফোম যার সঙ্গে যুক্ত থাকে ‘নয়েজ মাস্কিং’ প্রযুক্তি। হাশের বাণিজ্যিক উৎপাদনের জন্য ক্যাম্পেন শুরু করেছেন উদ্যোক্তারা।-ম্যাশএবল ডটকম
×