ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিবর্তন হচ্ছে এজিএমের তারিখ ও স্থান

প্রকাশিত: ০৪:০৯, ৪ ডিসেম্বর ২০১৪

পরিবর্তন হচ্ছে এজিএমের তারিখ ও স্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নতুন আইনের মেনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থানে পরিবর্তন আনতে হচ্ছে। গত ১৩ নবেম্বর ওই আইনের পর অন্তত ৬টি কোম্পানি এই পরিবর্তন এনেছে। এদের মধ্যে কোন কোম্পানি স্থান ও কোন কোম্পানি তারিখ পরিবর্তন করেছে। তারিখ ও স্থান পরিবর্তন করা কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, দ্য ঢাকা ডায়িং লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইল, ফাইন ফুডস, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং (কেপিপিএল) ও মেঘনা পেট্রোলিয়াম। জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জারি করা আইনের কারণে হা-ওয়েল টেক্সটাইল, ফাইন ফুডস, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং কোম্পানির (কেপিপিএল) ও মেঘনা পেট্রোলিয়াম এই পরিবর্তন এনেছে। দ্য ঢাকা ডায়িং লিমিটেড এই পরিবর্তন এনেছে টঙ্গীর বিশ্ব এজতেমার কারণে। ইউনাইটেড এয়ারওয়েজের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গত ১৩ নবেম্বর বিএসইসির জারি করা নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংঘ স্মারকে যে রেজিস্ট্রার অফিস দেখানো হয়েছে তার বাইরে তারা এজিএম করতে পারবে না। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২ সিসি ধারায় ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়। যদি কোন কোম্পানি শহরের বাইরে এজিএম করতে চায় সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদন নিতে হবে।
×