ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যে মার্কিন জঙ্গীবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রকাশিত: ০৫:১৫, ৩ ডিসেম্বর ২০১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন জঙ্গীবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

মধ্যপ্রাচ্যের একটি অজ্ঞাত স্থানে মার্কিন এফ-১৬ জঙ্গীবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ খবর দিয়েছে। খবর ওয়েবসাইটের। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যেখানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চলছে সেখানে এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কোনো যুদ্ধে ওই পাইলট নিহত হয়নি বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড।বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই তা ঘাঁটিতে ফিরে আসার সময় বিধ্বস্ত হয়। তবে বিমানটি কোথা থেকে ফিরে আসছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এটি ইরাক অথবা সিরিয়ায় বিধ্বস্ত হয়নি বলে দাবি করেছে মার্কিন বাহিনী। এফ-১৬ বিমানটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি; এ বিষয়ে তদন্ত চলছে।
×