ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনী ট্রেন আবার আসবে ’১৯ সালে, প্রস্তুতি নিন ॥ খালেদা জিয়াকে নাসিম

প্রকাশিত: ০৪:৫৩, ৩ ডিসেম্বর ২০১৪

নির্বাচনী ট্রেন আবার আসবে ’১৯ সালে, প্রস্তুতি নিন ॥ খালেদা জিয়াকে নাসিম

সংবাদদাতা, নাটোর, ২ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া তখন নির্বাচনে আসেননি। এ অবস্থার মধ্যে দেশে সাংবিধানিক ধারা অক্ষুণœ রাখার জন্য ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন বেগম জিয়া পুনরায় নির্বাচনের কথা বলছেন। কিন্তু সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। সারা দুনিয়া এই সরকারকে মেনে নিয়েছে। তাই ২০১৯ সালের আগে এদেশে কোন নির্বাচন হবে না । তিনি বলেন, নির্বাচনী ট্রেন চলে গেছে। এই নির্বাচনী ট্রেন আসবে আবার ২০১৯ সালে। সুতরাং আন্দোলনের কথা বাদ বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। মঙ্গলবার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে নাটোর কানাইখালী স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশে মোহাম্মাদ নাসিম বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়া এখন বিদেশীদের কাছে মধ্যবর্তী নির্বাচনের জন্য ধর্না দিচ্ছেন। কিন্তু মধ্যবর্তী নির্বাচন হবে না। যতই আন্দোলনের হুমকি দেখান তাতে কোন কাজ হবে না। মোহাম্মাদ নাসিম বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি আন্দোলন করবেন আওয়ামী লীগ তা জানে। আওয়ামী লীগ আন্দোলনের দল। আন্দোলন কিভাবে করতে হয় তা আওয়ামী লীগ জানে। আপনারা তো পুলিশ দেখলেই দৌড় মারেন। আন্দোলন করবেন কি করে। মোহাম্মাদ নাসিম আওয়ামী লীগ সরকার গৃহিত বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন দেশে এখন বিদ্যুৎ সমস্যা নেই। সারের জন্য মানুষকে গুলি খেয়ে মরতে হয় না। অথচ জোট সরকারের সময়ে বাংলা ভাইয়েরা গাছে লটকিয়ে মানুষ হত্যা করেছে। আর শেখ হাসিনার সরকার জঙ্গীবাদকে দমন করেছে। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শান্তিপূর্ণ দেশ।
×