ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তান অচলে ইমরান খানের পরিকল্পনার মৃত্যু হবে ॥ নওয়াজ

প্রকাশিত: ০৪:২৭, ২ ডিসেম্বর ২০১৪

পাকিস্তান অচলে ইমরান খানের পরিকল্পনার মৃত্যু হবে ॥ নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রবিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে রাজপথে আন্দোলনের পথ ছেড়ে দিয়ে আলোচনায় বসতে পরামর্শ দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং নিজের ছোট ভাই শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের রাজনীতি নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। রাজধানী ইসলামাবাদে রবিবার দেয়া ভাষণে ১৬ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান অচল করে দেয়ার কর্মসূচী ঘোষণা করেন ইমরান। তিনি বলেন, চলতি মাসের ৪ তারিখে লাহোর অচল করে দেয়ার মাধ্যমে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ডিসেম্বরের ৮ তারিখে ফয়সলাবাদ, ১২ তারিখে করাচি এবং ১৬ তারিখের মধ্যে পুরো পাকিস্তান অচল করে দেয়া হবে। তিনি এ কর্মসূচীকে ‘প্ল্যান সি’ নামে অভিহিত করেন এবং ‘প্ল্যান ডি’ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন। এ পরিকল্পনা প্রসঙ্গে নওয়াজ বলেন, ইমরান দেশ অচল করে দেয়ার যে পরিকল্পনা নিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু ঘটবে। ইমরানের ‘এ’ এবং ‘বি’ প্ল্যানের মতোই ‘সি’ ও ‘ডি’ ঝরে পড়বে। পাকিস্তানের বেশিরভাগ মানুষ ইমরান খানের অবস্থান কর্মসূচীর রাজনীতি প্রত্যাখ্যান করেছে। পিটিআই নেতাকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী।
×