ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকী সেনাবাহিনীতে ৫০ হাজার ভুয়া সৈন্য’

প্রকাশিত: ০৪:২৭, ২ ডিসেম্বর ২০১৪

ইরাকী সেনাবাহিনীতে ৫০ হাজার ভুয়া সৈন্য’

এক দুর্নীতির তদন্তে দেখা গেছে ইরাকী সেনাবাহিনীতে ৫০ হাজার ভুয়া সৈন্য রয়েছে। যাদের নাম সেনাবাহিনীর বেতন তালিকায় রয়েছে। এই ব্যক্তিরা হয় আর বেঁচে নেই অথবা দীর্ঘদিন ধরে তারা সেনাবাহিনীতে উপস্থিত নেই। যদিও তারা নিয়মিত বেতন পাচ্ছে। খবর বিবিসির। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভুয়া সেনাদের বেতন দেয়া বন্ধ করা হয়েছে। ইরাকী সেনাবাহিনীতে এমন দুর্নীতির ফলে গ্রীষ্মে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের অভিযানের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির মুখপাত্র রাফিদ জাবোরি এএফপিকে জানান, সর্বশেষ বেতন পরিশোধ করার পর তদন্ত শুরু হয়। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী ভুয়া সৈন্যদের খুঁজে বের করতে হস্তক্ষেপ করেন এবং এই সমস্যার মূল উৎপাটন করেছেন। ধারণা করা হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তারা এই অর্থ আত্মসাত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়েছে বা সেনাবাহিনী ছেড়ে পালিয়ে গেছেন এমন সৈন্যও রয়েছে এ ভুয়া সৈন্যের তালিকায়।
×