ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লাসফেমিতে বীণা মালিকের ২৬ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ নভেম্বর ২০১৪

ব্লাসফেমিতে বীণা মালিকের ২৬ বছরের কারাদণ্ড

সংস্কৃতি ডেস্ক ॥ হর হামেশাই নানা বিতর্কে জড়িয়ে থাকেন পাকিস্তানী অভিনেত্রী বীণা মালিক। তবে এ পর্যন্ত তাঁকে ঘিরে নানা বিতর্ক অনেকটাই পোয়াবারোই হয়েছিল। বেড়েছিল জনপ্রিয়তাও। কিন্তু এবারের বিতর্ক তাঁর জন্য বয়ে এনেছে দুঃসংবাদ। গত মে মাসে নিজ দেশ পাকিস্তানের জিও টিভি অনুষ্ঠানে ধর্ম অবমাননা করায় ব্লাসফেমিতে ২৬ বছরের কারাদ- দেয়া হয়েছে পাকিস্তানি এই অভিনেত্রীকে। পাকিস্তানি এক গণমাধ্যম জানায়, মঙ্গলবার দেশটির সন্ত্রাস দমন আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক রাজা শাহবাজ। কারাদ-ের পাশাপাশি চার আসামি প্রত্যেককে ১৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে। রায় ঘোষণা করে আসামিদের গ্রেফতার করে দ- কার্যকরের জন্য ইসলামাবাদ, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। বীণার পাশাপাশি তাঁর স্বামী আসাদ বশির খানসহ চারজনকে একই সাজা দেয়া হয়েছে। অন্য দু’জন হলেন টিভি চ্যানেলের স্বত্বাধিকারী মীর শাকিল-উর-রহমান ও অনুষ্ঠানের সঞ্চালক শায়েস্তা ওয়াহিদি। জিওটিভির প্রভাতী অনুষ্ঠানে একদল সুফি সঙ্গীতশিল্পী ভক্তিমূলক গান পরিবেশনের সময় আসাদ বশিরকে নিয়ে নেচেছিলেন বীণা। এ দৃশ্য প্রচারের পর ইসলামাবাদ, করাচী ও পাকিস্তানের অন্যান্য শহরে ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করা হয় বীণার বিরুদ্ধে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় টিভি চ্যানেল ও সঞ্চালক শায়েস্তা লোদি আগেই ক্ষমা চেয়েছেন। আদালতের ৪০ পাতার রায়ে বলা হয়েছে, ভিনা ও অন্যরা আত্মসমর্পণ এবং জরিমানা পরিশোধ না করলে পাকিস্তানে তাঁদের সম্পত্তি বিক্রি করে দেয়া হবে। যদিও তাঁরা এখন অন্যান্য দেশে আছেন। পাকিস্তানের বৃহত্তম সংবাদমাধ্যমগোষ্ঠীর কর্ণধার মীর শাকিল-উর-রহমান থাকেন আরব আমিরাতে। সন্ত্রাসদমন আদালতের এ রায়ের বিরুদ্ধে গিলগিট-বালতিস্তানের উচ্চ আদালতে আবেদন করতে পারবেন বীণা। প্রসঙ্গত, গত ২৬ মে পাকিস্তানের আহলে সুন্নত ওয়াল জামায়াতের গিলগিট-বালতিস্তান শাখার ভাইস প্রেসিডেন্ট হেমায়েতুল্লাহ খান এই মামলা দায়ের করেন। এরপর অভিযোগের বিষয়ে তদন্ত শেষে যৌথ তদন্ত দল গত ১ সেপ্টেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
×