ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’৭১-এর অপরাধ তদন্তে হবিগঞ্জে ট্রাইব্যুনাল প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:১৯, ২৭ নভেম্বর ২০১৪

’৭১-এর অপরাধ তদন্তে হবিগঞ্জে ট্রাইব্যুনাল প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ নবেম্বর ॥ ’৭১ সালে পাকবাহিনীর সহায়তায় একাধিক মুক্তিযোদ্ধা-সাধারণ মানুষ হত্যা, মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ রবের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত হবিগঞ্জের উপজেলা বানিয়াচঙ্গের কুমুরশামা (খাগাউড়া) গ্রামের বাসিন্দা ও খাগাউড়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি সমর্থক রাজাকার মহিবুর রহমান ওরফে বড় মিয়া, তার ভাই সংশ্লিষ্ট বর্তমান ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া ও সহযোগী রাজাকার আব্দুর রাজ্জাক, মলু মিয়া ওরফে নওশাদ, আব্দুল হামিদ ও শাহ ইসরাইল এবং লাখাইয়ের মুড়াকড়ি গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর অপকর্মের সন্ধানে বুধবার সকালে হবিগঞ্জে এসেছেন আইজি সানাউল হকের নের্তৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার একটি টিম। তার সঙ্গে রয়েছেন, তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদসহ আরও ২জন। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এ দিন সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সার্কিট হাউজ সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্বাক্ষী ও ভিকটীম সুরক্ষা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ওই দুটি মামলার স্বাক্ষীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়া তদন্ত কর্মকর্তা নূর হোসেন সার্কিট হাউজ সভাকক্ষে সংশিষ্ট দুটি মামলার স্বাক্ষীদের প্রাথমিক স্বাক্ষ্য গ্রহণ ও তা লিপিবদ্ধ শুরু করেন। এদিকে ’৭১ সালে হবিগঞ্জের লাখাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর অপকর্মের সন্ধান ও বধ্যভূমি পরিদর্শনে যাবেন আইজি সানাউল হকের নের্তৃত্বে আসা তদন্ত টিম।
×