ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইরাকী বাহিনীতে ব্যাপক দুর্নীতি, ব্যাহত আইএস বিরোধী লড়াই

প্রকাশিত: ০৪:৫১, ২৬ নভেম্বর ২০১৪

ইরাকী বাহিনীতে ব্যাপক দুর্নীতি, ব্যাহত আইএস বিরোধী লড়াই

ইরাকের এক জেনারেল ‘চিকেন গাই’ নামে পরিচিত। কারণ সেনা সদস্যদের জন্য সরবরাহ করা মুরগি তিনি বিক্রি করে দিতেন। আরেক জেনারেল কর্তব্যরত অবস্থায়ও সঙ্গে মদের বোতল নিয়ে থাকায় তিনি ‘আরক গাই’ (মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মদ)’ নামে পরিচিত। তৃতীয় জন ‘ইরাকের ১০হাজার দিনার বিল’-এর নামানুসারে জেনারেল দেফতার নামে পরিচিত। কারণ তিনি তাঁর সৈন্যদের অর্থের বিনিময়ে কমিশন দিতেন। ইরাকী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দুর্নীতিতে জড়িতদের মধ্যে তারা মাত্র কয়েকজন। ইরাকী কর্মকর্তা, আইনপ্রণেতা ও মার্কিন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। ইরাকের সেনা ও পুলিশ বাহিনী তাদের নেতৃত্বের মাধ্যমে এতটাই দুর্নীতিগ্রস্ত যে চলতি বসন্তে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলার মুখে তারা ভেঙ্গে পড়ে। অথচ তাদের গত ১০ বছর ধরে প্রায় দুই হাজার ৫০০ কোটি ডলার এবং ইরাকী তহবিল থেকে এরচেয়ে বেশি মূল্যের মার্কিন প্রশিক্ষণ ও সরঞ্জাম দেয়া হয়েছে। ইরাকী সরকার বাহিনীর দুর্নীতি ও তার মদদের কারণে দেশটি থেকে চরমপন্থীদের হটিয়ে দিতে মার্কিন নেতৃত্বাধীন নতুন প্রচেষ্টাও এখন হুমকির মুখে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে মার্কিন সৈন্য দ্বিগুণ বাড়িয়ে তিন হাজার করার পরও তা ভ-ুল হওয়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, ইরাককে দেয়া অর্থ ও অস্ত্রসহ নতুন যে কোন ধরনের সহায়তা ইরাকী সামরিক বাহিনীর মাধ্যমে চরমপন্থীদের কাছে পাচার হয়ে যাচ্ছে। অথচ এগুলো আইএসকে বিতারিত করতে উপজাতীয় যোদ্ধাদের দেয়ার কথা ছিল। ২০১৫ সালের বাজেটে পেন্টাগন অস্ত্র সরবরাহ করতে ইরাকী সরকারী বাহিনীর জন্য ১৩০ কোটি ডলার এবং উপজাতীয় যোদ্ধাদের জন্য দুই কোটি ৪১ লাখ ডলার দেয়ার অনুরোধ করেছে। ইরাকী কর্মকর্তা ও আইনপ্রণেতারা জানিয়েছেন, সম্প্রতি সরবরাহ করা মার্কিন যুদ্ধাস্ত্রের কিছু সেনাবাহিনী ইতোমধ্যেই কালো বাজারে বিক্রি করে দিয়েছে। আর কিছু আইএসের হাতে চলে গেছে। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরাকী সরকারকে সরাসরি প্রশ্ন করেছে। আনবার প্রদেশের উপজাতীয় নেতা ও আন্তঃনিরাপত্তা বাহিনীর কর্নেল শাবান আল ওবেইদি বলেছেন, সামরিক বাহিনীর মাধ্যমে অস্ত্র না দিতে আমি আমেরিকাকে বলেছি। এমনকি একটি অস্ত্রও নয়। Ñইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×