ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদল অফিসে পদবঞ্চিতদের তালা

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ নভেম্বর ২০১৪

ছাত্রদল অফিসে পদবঞ্চিতদের তালা

স্টাফ রিপোর্টার ॥ অছাত্র, খুনী, মাদক বিক্রেতা ও আদুভাইদের নিয়ে গঠিত কমিটি বাতিল না করার প্রতিবাদে নয়াপল্টন ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে পদবঞ্চিতরা। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় ছাত্রদলের শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় গিয়ে সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে দল থেকে বহিষ্কার ও ছাত্রদলের নতুন কমিটি ভেঙ্গে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। তা না হলে দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। দুপুরেই ছাত্রদলের পদবঞ্চিত নেতা তরিকুল ইসলাম টিটু ও ফেরদৌস মুন্নার নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা নতুন কমিটি বাতিল ও এ্যানী-টুকুর পদত্যাগ দাবি করে বিভিন্ন সেøাগান দিয়ে থেমে থেমে মিছিল করে। বিকেল সোয়া ৪টায় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে’র নেতৃত্বে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সংগঠন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অবশ্য বেশ কদিন আগে আরও একবার ছাত্রদল কার্যালয়ে তালা লাগিয়েছিল তারা। ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি গঠনের পরদিন থেকে ছাত্রদলের পদবঞ্চিতরা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বেশ কদিন অবস্থান করে এ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা সে এলাকায় দফায় দফায় বোমা বিস্ফোরণসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর চালিয়েছে। এমনকি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের গেটে থাকা জিয়াউর রহমানের ম্যুরালও ভেঙ্গেছে এবং চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এছাড়া বিক্ষোভ প্রদর্শনকালে তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কজন নেতাকে নাজেহাল করেছে। ছাত্রদলের কমিটি গঠনের সঙ্গে জড়িত বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুতুল দাহ করেছে পদবঞ্চিতরা। এমনকি একদিন বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়েও তারা ছাত্রদলের নতুন কমিটি বাতিল ও বিএনপি থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকুর পদত্যাগ দাবি করে মিছিল করেছে। বেশ কদিন বিক্ষোভ প্রদর্শনের বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কতিপয় নেতার অনুরোধে তারা বিক্ষোভ কর্মসূচী স্থগিত করেন। এরপর ৭ নবেম্বর শেরেবাংলানগর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর গাড়িতে হামলা করে ছাত্রদলের পদবঞ্চিতরা। এ কারণে ছাত্রদলের পদবঞ্চিত ৩ নেতাকে বহিষ্কার ও ৫ নেতাকে কারণ দর্শাও নোটিস দেয়া হয় বিএনপির পক্ষ থেকে। এ ঘটনার পরদিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে কারণ দর্শাও নোটিসপ্রাপ্ত ছাত্রদলের পদবঞ্চিত ৫ নেতা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কারণ দর্শাও নোটিসের জবাব দেন। সেই সঙ্গে তারা রিজভীকে জানিয়ে আসেন পদবঞ্চিত ৩ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার ও ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠন না করা হলে আবারও তারা আন্দোলন শুরু করবেন। কিছুদিন বিরতি দিয়ে অছাত্র, খুনী, মাদক বিক্রেতা ও আদুভাইদের নিয়ে গঠিত কমিটি বাতিল না করায় প্রতিবাদে ১৫ নবেম্বর থেকে আবার আন্দোলন শুরু করে ছাত্রদলের পদবঞ্চিতরা। তারা সেদিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদল কার্যালয়ে যান ১৬ নবেম্বর থেকে আবার আন্দোলন শুরু করার ঘোষণা দেয়। ১৬ নবেম্বর প্রকাশ্যে আন্দোলন শুরু না করলেও সবার চোখ ফাঁকি দিয়ে তারা সেখানে ৪টি বোমা বিস্ফোরণ করে তাদের অবস্থান জানান দেয়। এরপর আবারও কিছুদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে আবার আন্দোলন শুরু করে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা।
×