ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘এক কাপ চা’ চলচ্চিত্র নিয়ে ফেরদৌস

প্রকাশিত: ০৪:৩৭, ২৫ নভেম্বর ২০১৪

‘এক কাপ চা’ চলচ্চিত্র নিয়ে ফেরদৌস

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা ফেরদৌস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এক কাপ চা’ আগামী ২৮ নবেম্বর মুক্তি পাচ্ছে। ফেরদৌস, মৌসুমী ও ভারতের ঋতুপর্ণা ছাড়াও এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন প্রায় অর্ধশতাধিক অভিনেতা-অভিনেত্রী। তবে এসব অভিনেতা অভিনেত্রী জনপ্রিয় হওয়া সত্ত্বেও শুধু ফেরদৌসের কারণে অতিথি শিল্পী হিসেবে একটি বা দুটি দৃশ্যে অভিনয় করেছেন। ‘এক কাপ চা’ চলচ্চিত্র প্রসঙ্গে ফেরদৌস বলেন, আজকের এই ফেরদৌস বাসু দা’র (বাসু চ্যাটার্জী) হঠাৎ বৃষ্টির সৃষ্টি। সেই বাসু দা-ই লিখেছেন ‘এক কাপ চা’ চলচ্চিত্রের গল্প। অসাধারণ এই গল্পের পরতে পরতে রয়েছে নানা নাটকীয়তা। মেধাবী পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের মেকিংও ভাল লাগার মতো। চলচ্চিত্রটি দর্শকরা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। প্রথম প্রযোজক হিসেবে দর্শকদের জন্য কোন ঘোষণা আছে কিনা জানতে চাইলে ফেরদৌস বলেন, চলচ্চিত্র নিয়ে দর্শক তথা আমার ভক্তদের জন্য থাকবে দু/একটি সহজ প্রশ্ন। ‘এক কাপ চা’ চলচ্চিত্রটি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এর সঠিক উত্তর দিতে হবে। কিভাবে উত্তর পাঠাতে হবে তা চলচ্চিত্র প্রদর্শনের সময় জানিয়ে দেয়া হবে। সেরা তিন উত্তরদাতা পাবেন মৌসুমী এবং আমার সঙ্গে কোন এক বিকেলে চায়ের আড্ডার সুযোগ। প্রশ্নটি হলোÑ চলচ্চিত্রে প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের একটি গান ব্যবহার করা হয়েছে গানটির নাম কি। এছাড়া চলচ্চিত্রে মৌসুমী, ঋতুপর্ণা এবং আমার চরিত্রের নাম কী?
×