ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ব্যারাজে ভারি যান চলাচলকে কেন্দ্র করে আন্দোলন

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ নভেম্বর ২০১৪

তিস্তা ব্যারাজে ভারি যান চলাচলকে কেন্দ্র করে আন্দোলন

তাহমিন হক ববি,তিস্তা ব্যারাজ থেকে ॥ হুমকির মুখে পড়া জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ওপর দিয়ে মঙ্গলবার থেকে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষকে কেন্দ্র করে তিস্তা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিস্তা ব্যারাজ বাঁচাও,েেদশ বাঁচাও,কৃষক বাঁচাও সেøাগানে মুখরিত করে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচলে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৃহত্তর রংপুর,দিনাজপুর ও নীলফামারী জেলার সেচ সুবিধাভোগী ৪৬টি সমিতির হাজারো কৃষক। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১ ঘণ্টাব্যাপী ডালিয়া পানি উন্নয়ন বোডের সামনে সমাবেশ ও মানববন্ধনে করেন তারা। অপর দিকে তিস্তা ব্যারাজের ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজ স্বার্থ হাসিলে ব্যারাজের ওপর দিয়ে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ক্ষমতাসীন দলের বেশ কিছ’ নেতা ও ব্যারাজের ইজারাদারের পক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী মোড়ে সমাবেশ করে। অনুষ্ঠিত সমাবেশে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ভারি যান চলাচল বন্ধের ঘোষণা তুলে না নেয়া হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়। ফলে এ নিয়ে তিস্তা অববাহিকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে পানি উন্নয়ন বোডের ডালিয়া ডিবিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ইজারাদার কর্তৃক অবৈধভাবে ভারি যানবাহন চলাচলের কারণে ব্যারাজর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে। ফলে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ২৫ নবেম্বর থেকে ব্যারাজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ বাস্তবায়ন করা হবে। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে ব্যারাজের ওপর দিয়ে পিকআপ,প্রাইভেটকার, মোটরসাইকেল রিক্সা চলাচল করতে পারবে। এ ক্ষেত্রে কোন টোল প্রদান করতে হবে না। এদিকে ব্যারাজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচলে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের আন্দোলনে সেচ সুবিধাভোগী কৃষকদের পক্ষে তিস্তা ব্যারাজ সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক ডালিয়ার কৃষক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তরা বলেন তিস্তা ব্যারেজের উপর ভারী যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়ন চায়। বক্তরা আরো বলেন তিস্তার পানির সুফল পাচ্ছে উত্তরাঞ্চলের লাখ লাখ কৃষক। অপরদিকে রবিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ এবং সেই সঙ্গে আগামী ২৫ নবেম্বরের মধ্যে ব্যারেজের টোল আদায়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।
×