ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাইদুলের এ্যালবাম ‘বলাকা-২০১৪’

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ নভেম্বর ২০১৪

সাইদুলের এ্যালবাম ‘বলাকা-২০১৪’

স্টাফ রিপোর্টার ॥ জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল সিক্সের পর নতুন চমক নিয়ে এসেছেন বাউল কণ্ঠখ্যাত শিল্পী সাইদুল। প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাটিচিউডের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অডিও এ্যালবাম ‘বলাকা ২০১৪’। বাউল অঙ্গের ১৪ টি গানের পসরা নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সাইদুল। যে আমারে কাঁদায় সখি, ও জান গো, নাড়ির টানে বাড়ির পানে, জীবন হইল নদীর মত, আমার মন কান্দে প্রিয়া, বাউল, কারেন্ট গেলে, ভবোনদী পাড়ি দিয়ে, একটু ছোঁয়া, এই মন জ্বলে প্রাণ জ্বলে, দয়া করে দয়াল তোমায়, যতটা ভাল, সে জানে কোন খানে ও ললিতা শিরোনামের এ গানগুলো ইতিমধ্যে সঙ্গীত প্রিয়দের মাঝে সাড়া জাগিয়ে তুলেছে। এ্যালবামের গানের গীতিকার ও সুরকাররা হলেন-সৈকত সোবহান, এস রাজু, শামসুদ্দীন হীরা ও আবদুর রাজ্জাক বিশ্বাস। এ্যালবাম সম্পর্কে শিল্পী সাইদুল বলেন, অনেক যতœ করে এ্যালবামের গান করেছি। প্রতিটি গানের কথা ও সুরের সঙ্গে রয়েছে এক বিশেষ যোগ। এর সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়ে আন্তরিক হয়ে গানগুলো তুলেছি এবং পরিবেশনার চেষ্টা করেছি। এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি শ্রোতাদের কাছ থেকে। আমি আশা করছি যারা এর গান শুনবেন তারা লোকজ ভাবধারার এক বিশেষ রস আস্বাধন করতে পারবেন।
×