ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ০৫:৪৮, ২০ নভেম্বর ২০১৪

দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ ফুসফুসের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ফুসফুসের এই রোগের নাম ‘ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি)।’ ঢাকায় ৩৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার ১১.৪ ভাগ এ রোগে আক্রান্ত। তাদের মধ্যে ১১.৭ ভাগ পুরুষ এবং ১০.৬ ভাগ মহিলা। এ রোগের অন্যতম প্রধান কারণ ‘ধূমপান।’ ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা না হলে বাংলাদেশে এ রোগ মহামারী রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় বিশেষজ্ঞরা রোগটির ভয়াবহতা নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন রেসপাইরেটরি ইউনিটের অধ্যাপক ডাঃ এ কে এম মোশাররফ হোসেন, ব্যক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
×