ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক আন্দোলনে উত্তপ্ত বেরোবি ॥ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৫:৩২, ২০ নভেম্বর ২০১৪

শিক্ষক আন্দোলনে উত্তপ্ত বেরোবি ॥ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ বিভিন্ন দাবি নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের একাংশ বুধবার উপাচার্য একেএম নূর-উন-নবীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আর অন্য একটি অংশ আন্দোলনের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। এদিকে শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা বুধবারও প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ-অবস্থান কর্মসূচী পালন করেছে। কর্মসূচী শেষে তারা উপাচার্যের সঙ্গে তার কক্ষে দেখা করতে গেলে উপাচার্য সমর্থিত সদ্য যোগ দেয়া নতুন কিছু শিক্ষকের আপত্তিকর বক্তব্যকে কেন্দ্র করে উভয়পক্ষে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বুধবার উপাচার্য আন্দোলনকারী শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউজিসির নির্দেশনার বাইরে তাদের দাবিসমূহ মেনে নেয়ার উপায় তার নেই। সব মিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবির্ক পরিস্থিতি উত্তপ্তের দিকেই ধাবিত হচ্ছে বলে মনে করছেন শিক্ষক-কর্মকর্তারা। জানা গেছে, পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি না দেয়ার প্রতিবাদ ও আরও কিছু দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত ২৯ অক্টোবর থেকে তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে বুধবারও দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘প্রতিবাদ-অবস্থান’ কমসূচী পালন করে। বেলা ১১টায় শুরু করা এই কর্মসূচী চলে বেলা আড়াইটা পর্যন্ত। পরে তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের শিক্ষকদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ইতোমধ্যেই বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক, সিন্ডিকেট ও অর্থ কমিটি থেকে পদত্যাগ করেছেন।
×