ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেডিওর নাটক নির্মাণে ব্যস্ত রাহী

প্রকাশিত: ০৫:১২, ২০ নভেম্বর ২০১৪

রেডিওর নাটক নির্মাণে ব্যস্ত রাহী

স্টাফ রিপোর্টার ॥ রেডিওর নাটক নির্মাণে ব্যস্ত তরুণ নাট্যনির্মাতা ঈসা-আল-জামী রাহী। কিশোর বয়স থেকে অভিনয়ের প্রতি অদম্য ইচ্ছা। সেই থেকে নিরলস নাট্য জগতে পথচলা। একাধারে অভিনয়, নাটক রচনা ও নির্দেশনায় সম্প্রতি রেডিওর শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ঢাকা এফএম রডিও থেকে ২০১৪ সাল থেকে নাটক নির্মাণের অফার এলে, কল্পনাকে সাজিয়ে ও ভরিয়ে তুলতে রাহীর নিত্য নতুন গবেষণা। আর তাই তো ৪০ মিনিট দৈর্ঘ্যরে নাটক নির্মাণে রাহী নিদের্শক-অভিনেতা ও নাট্যকার। প্রতি শুক্রবার রাত ১১টায় এফএম রেডিওতে ৪০ মিনিট দৈর্ঘ্যরে সময় সীমায় নির্মিত নাটকগুলোতে রাহীর নির্মাণশৈলী বৈচিত্র্যময়। কখনও ফরমালিনের বিষাক্ত প্রয়োগের বিপরীতে নির্মাণ ‘চাঁদ শামসু’, কখনও ব্যক্তির লোভকে উপজীব্য করে ‘যম হজম’, প্রেম ভালবাসাকে উপজীব্য করে ‘জোৎস্না-কথা বলো না’, আবার কখনও রবীন্দ্রনাথের সাহিত্যকে আশ্রয় করে মানবতার অগ্রযাত্রায় ‘রথ যাত্রা’। ঢাকা এফএম রেডিওতে আগামীকাল শুক্রবার রাত ১১টায় প্রচার হবে রাহীর রচনা ও নির্দেশনায় নতুন নাটক ‘বুমেরাং’। রাহী জানান, সংসারে কতৃত্ব নিয়ে কর্ত্রীর দাপট এবং অসায়ত্ব নিয়ে তৈরি করা হয়েছে নাটক ‘বুমেরাং’। রাহী বলেন, ইতিমধ্যে তাঁর তৈরি প্রায় ১৮টির মতো নাটক রেডিওতে প্রচার হয়েছে। অনেক নাটক প্রচারের অপেক্ষায়। মানুষের ইমাজিনেশনের চর্চা বাড়ানোর জন্য রেডিওর নাটক নির্মাণ করি এবং মজাও পাই। কারণ নাটক প্রচার হওয়ার পরে ফেজবুকে অনেক কমেন্স পাই।
×