ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দঃ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান স্পীকারের

প্রকাশিত: ০৪:৩৩, ১৯ নভেম্বর ২০১৪

দঃ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান স্পীকারের

সংসদ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এ অঞ্চলের উন্নয়নের বিভিন্ন সূচকগুলো এখনো ইতিবাচক। তবে ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা, আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত, অবকাঠামো বৃদ্ধি ও বাজেটের ঘাটতি কমানোর বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন (সিপিএ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতীয় সংসদ যৌথভাবে আয়োজিত এ কর্মশালা আগামী ২০ নবেম্বর পর্যন্ত চলবে। ‘উদীয়মান দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিসমূহের অর্থনীতি ও আর্থিক চ্যালেঞ্জ’ শীর্ষক এই কর্মশালায় ভারতের ছত্রিশঘর লেজিসলেটিভ এ্যাসেম্বলির স্পীকার গৌরি শংকর আগরওয়ালসহ বাংলাদেশ, ভারত পাকিস্তান, শ্রীলংকা ও মালেশিয়ার স্পীকার ও সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন।
×