ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থাই উদ্যোক্তাদের জন্যও পৃথক ইপিজেড দাবি

প্রকাশিত: ০৫:০৭, ১৩ নভেম্বর ২০১৪

থাই উদ্যোক্তাদের জন্যও পৃথক ইপিজেড দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ থাইল্যান্ডের শিল্পোদ্যোক্তাদের জন্য বাংলাদেশে পৃথক রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ- থাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। এ ইপিজেড প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ অনেক বেড়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান। বিটিসিসিআইর নেতারা বলেন, থাই উদ্যোক্তারা বাংলাদেশে ফ্রুট ক্যান, আলুর চিপস ও পরিত্যক্ত টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহী। থাইল্যান্ডে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তাঁরা বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন। শিল্পমন্ত্রী থাইল্যান্ডের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে এগিয়ে এলে থাই উদ্যোক্তাদের সম্ভব সব ধরনের সহায়তা দেয়া হবে। তিনি থাই উদ্যোক্তাদের বাংলাদেশী উদ্যোক্তা কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার পরামর্শ দেন।’
×