ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামরিক নীতির প্রতিবাদে জাপানে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৪৫, ১৩ নভেম্বর ২০১৪

সামরিক নীতির প্রতিবাদে জাপানে এক ব্যক্তির আত্মহত্যা

জাপানে সেনাবাহিনীর ভূমিকা বৃদ্ধির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে টোকিওতে এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে। চলতি বছরের গোড়ার দিকে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটে। বার্তা সংস্থা জিজি প্রেস ও আসাহি পত্রিকা বুধবার জানায়, দেশটির প্রশাসনিক এলাকার প্রাণকেন্দ্রে ইম্পেরিয়াল প্যালেসের পাশে হিবিইয়া পার্কে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিটির মৃতদেহ পাওয়া যায়। লোকটি ওই পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে টোকিও পুলিশের ধারণা। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি সেখানে তথাকথিত ‘সমন্বিত আত্মরক্ষার’ অধিকার বিষয়ে টোকিওর অনুমোদনের প্রতিবাদ জানিয়ে চিঠি রেখে গেছেন। জুলাই মাসে জাপানের প্রধানমন্ত্রী আবের মন্ত্রিপরিষদ জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদবিরোধী অবস্থান থেকে সরে এসে সামরিক বাহিনীর ওপর থেকে বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দেয়। খবর এএফপির।
×