ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:৩২, ১৩ নভেম্বর ২০১৪

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম), ১২ নবেম্বর ॥ সীতাকু-ের ফৌজদারহাট বন্দরে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল ১০টায় উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ফৌজদারহাট স্টেশন মাস্টার শাহ আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রেন উপজেলার ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে ট্রেনের শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই নির্দিষ্ট গন্তব্যে আসার পথে কুমিরা স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ও পাহাড়তলীতে আটকা পড়ে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস।
×